ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে স্কুল ছাত্র হত্যার দায়ে ৩ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:২৮, ২০ ডিসেম্বর ২০১৭

রাজশাহীতে স্কুল ছাত্র হত্যার দায়ে ৩ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্র রাব্বী (৬) হত্যা মামলায় তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া একই মামলার আরেক আসামিকে যাবজ্জীবন (আমৃত্যু) সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তার জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। আর অভিযোগ প্রমাণিত না হাওয়ায় অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আকতার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড-প্রাপ্ত তিন আসামি হলো, জেলার মোহনপুর উপজেলার বেড়াবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে মাজেদুর রহমান সাগর (২২), একই গ্রামের হজরত আলীর ছেলে নাজমুল হক (২৩) ও আবদুর রাজ্জাকের ছেলে রিপন সরকার লিটন। এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (আমৃত্যু) আসামির নাম আছিনুর বেগম (৪৮)। সে একই মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি সাজেদুর রহমান সাগরের মা। উল্লেখ্য অপহরণের ছয় দিন পর গত বছরের ২৬ ডিসেম্বর সকালে স্কুলছাত্র ফজলে হোসেন রাব্বীর মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়ী সাধুপাড়া এলাকার গভীর নলকূপের নর্দমা থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন অবস্থায় ক্ষত-বিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। খুলনায় সোনালী ব্যাংকের উদ্যোগে বিজয় র‌্যালি বিজয় দিবস উপলক্ষে সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার’স অফিসের উদ্যোগে খুলনা মহানগরীতে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, মোঃ আশরাফুল মকবুলের নেতৃত্বে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালির শেষে গল্লামারী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেনারেল ম্যানেজার মোঃ মোশারফ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবু হোসেন শেখ ও মহিউদ্দিন আহমেদসহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×