ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আট দল নিয়ে অনুষ্ঠিত হবে টি২০ লীগ

আবারও ‘প্লেয়ার্স বাই চয়েজে’র ফাঁদে ক্রিকেটাররা

প্রকাশিত: ০৬:০৯, ২০ ডিসেম্বর ২০১৭

আবারও ‘প্লেয়ার্স বাই চয়েজে’র ফাঁদে ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের গত আসরে দলবদল হয়েছিল। ‘প্লেয়ার্স বাই চয়েজ’ থেকে বের হয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। দলবদল হয়েছিল। এবার আবারও সেই ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতেই চলে যাচ্ছে। ক্রিকেটাররা আবারও এই নিয়মের ফাঁদে পড়তে যাচ্ছে। নিজ দল বেছে নেয়ার সুযোগ থাকছে না। ঐতিহ্যবাহী দলবদলের রীতি যেন উঠেই যাচ্ছে। সিসিডিএমের নতুন চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ তো তাই জানালেন। মঙ্গলবার তিনি বললেন, ‘এবার আমরা ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে দলবদলের সিদ্ধান্ত নিয়েছি। অনেকগুলো ক্লাব আমাদের কাছে অনুরোধ করেছে। পাশাপাশি আমরা যেটি বিবেচনা করে দেখেছি, আমাদের জাতীয় দলের অনেক ক্রিকেটার খেলতে পারবে না। কারণ লীগ হবে জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চে। প্রতিটি ক্লাব চারজন করে ক্রিকেটার ধরে রাখতে (রিটেইন করতে) পারবে।’ সঙ্গে যোগ করেন, ‘ক্লাবগুলোর কথা হচ্ছে, খেলাটা আস্তে আস্তে টেকসই (সাসটেইনেবল) থাকছে না। অনেক চাহিদা এসে যাচ্ছে। যেটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না টিকে থাকার ক্ষেত্রে। যে কারণে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ আসছে।’ অবশ্য ক্রিকেটারদের কথাও মাথায় রাখার বিষয়টি জানান কাজী ইনাম, ‘তবে ক্রিকেটারদের ব্যাপারটিও আমাদের ভাবনায় আছে। বিশেষ করে এই লীগ যেহেতু অনেক ক্রিকেটারের আয়ের মূল উৎস। সেটিও আমরা ঠিক রাখার চেষ্টা করব। আমরা এর মধ্যেই জাতীয় নির্বাচকদের অনুরোধ করেছি গ্রেডিং অনুযায়ী পারিশ্রমিক ঠিক করতে। গত মৌসুমে কে কেমন টাকা পেয়েছে, আমাদের একটি ধারণা আছে। সেটা বিবেচনা করেই করা হবে। ক্রিকেটাররা যেন সেটির আশেপাশেই পায়, সেই চেষ্টা আমাদের করতে হবে।’ সবসময় বৃষ্টির তোপে পড়ে লীগ। এবার সেটি যেন না হয় এ জন্য খেলার সময় এগিয়ে নিয়ে আসা হবে। সিসিডিএম চেয়ারম্যান জানালেন, ‘প্রিমিয়ার লীগ গত কয়েক বছরে দেখেছি বৃষ্টির সময়, রোজার সময় হয়। অনেক ক্লাবই আমাদের এটা নিয়ে বলেছে। আমরাও ক্লাবগুলোর সঙ্গে কথা বলেছি। জানুয়ারি ২ বা ৩ তারিখ আমরা ক্লাব কর্তাদের সঙ্গে বসব। প্রিমিয়ার লীগ আবার আমরা জানুয়ারি-ফেব্রুয়ারিতে ফিরিয়ে আনতে। এবার জানুয়ারির ২০ তারিখ আমরা শুরুর চেষ্টা করব। তার ৮-১০ দিন আগে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ ড্রাফট যাতে করা যায় সেটির জন্য ইতিমধ্যেই ক্লাবগুলোর সঙ্গে কথা বলছি।’ বিপিএলের বাইরে একটি টি২০ লীগ করার কথাও বলেছেন কাজী ইনাম। জানিয়েছেন, ‘আমাদের চিন্তা ভাবনা আছে, প্রিমিয়ার লীগের সুপার লীগে যে দলগুলো উঠবে সেই ৬ দল কিংবা লীগের শীর্ষ ৮ দলকে নিয়ে একটি টি২০ লীগ করব। ৮ দলের ভাবনাটা এসেছে মূলত প্রিমিয়ার লীগের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে। দেখা যায় সুপার লীগের ৬ দল আর রেলিগেশনে থাকা ৩ দল খেলায় লড়াই করছে। সাত-আটে থাকা দলের কিছু নেই। ৮ দলকে নিয়ে হলে সাত-আটে থাকার জন্যও লড়াই হবে। আমাদের চাওয়া মিরপুর স্টেডিয়ামেই এই লীগ করার। এক সপ্তাহ সময় পেলেই সম্ভব। নকআউট বা দুই গ্রুপে ভাগ করে হবে। সেটি টিভিতে সম্প্রচার হবে। প্রিমিয়ার লীগের দলগুলোর রোমাঞ্চও বাড়বে।’
×