ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাত্রাপালায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার কাল

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ ডিসেম্বর ২০১৭

যাত্রাপালায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার কাল

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতির প্রেক্ষাপটে আগামীকাল বুধবার একাডেমির সম্মেলন কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এদিন বিকাল ৫টায় ‘যাত্রাপালায় বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনগাথা’ শীর্ষক সেমিনার উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যজন, মঞ্চসারথি আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রবন্ধ উপস্থাপন করবেন যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে। বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক আবদুস সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, নাট্যব্যক্তিত্ব এস এম মহসিন, বিশিষ্ট শিশু সাহিত্যিক ও সাংবাদিক রফিকুল হক (দাদুভাই), বিশিষ্ট যাত্রাব্যক্তিত্ব জ্যোৎস্না বিশ্বাস। আলোচনা করবেন প্রাবন্ধিক-গবেষক ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, নাট্যব্যক্তিত্ব কামাল উদ্দিন কবির, জাহিদ রিপন, গোলাম সারওয়ার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কার্যকরী সভাপতি বদরুল আলম দুলাল। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সেক্রেটারি সোহেল হায়দার জসিম। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ‘বাংলার মহানায়ক’ যাত্রাপালার অংশবিশেষ পাঠাভিনয়।
×