ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুবায়েরের ক্রিকেট এ্যাপস -বেনজির আবরার

প্রকাশিত: ০৬:৪৪, ১৯ ডিসেম্বর ২০১৭

জুবায়েরের ক্রিকেট এ্যাপস  -বেনজির আবরার

ক্রিকেট এ্যাপসে নতুন সংযোজন বাংলাদেশের জুবায়েরের বদলে গেছে পৃথিবী, বদলাচ্ছে দুনিয়া। ক্রমেই বেড়ে চলছে জনপ্রিয় খেলা ‘ক্রিকেটের প্রসার, বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর প্রধানতম জনপ্রিয় খেলার নাম হয়ে উঠেছে ‘ক্রিকেট’। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট ম্যাচ দিনের অর্ধেক সময়জুড়ে, টেস্ট ম্যাচ পাঁচদিন ধরে আর টি২০ ক্রিকেটও লাগে সবমিলিয়ে তিন ঘণ্টার মতো। সম্প্রচার মাধ্যমের সামনে বলে বলে চোখ রাখা কঠিন হয়ে পড়ে কর্মব্যস্ত মানুষদের, সেজন্য বহির্বিশ্বে প্রচলিত এ্যাপস, ওয়েবসাইটগুলো বলে বলে কত রান, কোন দলের রান কতসহ চলতি বিশ্বের সব ক্রিকেট ম্যাচের ফলাফল দেয় দুনিয়ার মানুষের জন্য। এক্ষেত্রে বেশ জনপ্রিয় এ্যাপসগুলোর একটি ‘ক্রিকইনফো’, যারা দীর্ঘদিন ধরে ক্রিকেটভক্তদের নির্ভরতার প্রতীক। বাংলাদেশী এ্যাপস নির্মাতা জুবায়ের হোসেন তৈরি করেছেন সম্প্রতি চার-ছক্কার দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য এসে গেছে আমাদের নতুন এক মোবাইল এ্যাপ ‘ক্রিকভয়েজ’। এ্যাপটির মাধ্যমে দুনিয়ার তাবত ক্রিকেটের লাইভ আপডেট জানতে পারবেন, জানতে পারবেন লাইভ কমেন্ট্রি। ব্যতিক্রমী এ সংযোজন পুরো বিশ্বেই প্রথম। বলে বলে আপডেট জানাতে সবসময় সঙ্গে থাকবে ‘নাবিলা’। নাবিলা, সে এক কৃত্তিম বুদ্ধিসত্তা। ঈৎরপঠড়রপব ওপেন করলে মিষ্টি সুরে ভেসে আসবে নাবিলার সুর। খেলার লাইভ আপডেট জানিয়ে দিবে সে। এ ছাড়া বুদ্ধিমান ঞড়ঢ় ঞঁনব-এর সহযোগিতা নিয়ে নাবিলা খুঁজে বের করবে এই মুহূর্তে সারা বিশ্বে চলমান সব লাইভ খেলার ইউটিউব স্ট্রিমিং। একই সঙ্গে লাইভ খেলা দেখার পাশাপাশি স্কোর জানা যাবে এ্যাপটিতে। রয়েছে সর্বশেষ ক্রিকেটের নিউজ যেটি যুক্ত করে দিবে এ্যাপটি। এ্যাপটি উদ্ভাবনের এক মাসের মাথায়ই পুরো ক্রিকেট দুনিয়াজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে ক্রিকভয়েজ, নাবিলার কমেন্ট্রি, লাইভ টিভি, ক্রিকেট নিউজফিড। ক্রিকেটভক্তদের জন্য এ তো একের মধ্যে সব প্রাপ্তি, বাংলাদেশী এই এ্যাপসনির্মাতা জুবায়েরের বক্তব্য শুনল ডিপ্রজন্ম টিম- ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিনোদন দুনিয়াকে তাক লাগাতে আমাদের এই কাজ। স্বল্প কিন্তু অতি প্রয়োজনীয় তথ্য আর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এ্যাপটিকে পুরো বিশ্বের কাছে অনন্য করে তুলবে বলে আমাদের বিশ্বাস। দৃষ্টিপ্রতিবন্ধূ মানুষের জন্য, ড্রাইভিং বা কাজের ফাকে লাইভ স্কোর দেখার পরিবর্তে নাবিলার সুন্দর ভয়েসে লাইভ স্কোর উপভোগ করা যাবে। আশা করছি বাংলাদেশী এই এ্যাপ সারা বিশ্বকে আরেকবার তাক লাগাতে যাচ্ছে ইনশাআল্লাহ!’ ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থী জুবায়েরকে বাংলাদেশ চেনে অনেক আগ থেকেই, প্রচুর সম্ভাবনাময় এই তরুণের তৈরি এ্যাপস রয়েছে সতেরোটি। এরমধ্যে টপটিউব এ্যাপসটি এনে দিয়েছে বৈশ্বিক স্বীকৃতি, সারাবিশ্বের বিনোদন জগতে অনেক জনপ্রিয় এই এ্যাপসটি। আর এদেশের আশীর্বাদ ‘ভ্যাটচেকার’ এ্যাপসটি বাঁচিয়েছে কোটি কোটি টাকার রাজস্ব, এই এ্যাপসটির উদ্ভাবকও জুবায়ের। প্রচুর সম্ভাবনাময় জুবায়ের প্রচ- ভালবাসেন নিজের দেশকে, আইটি খাতে বাংলাদেশ খুব দ্রুত সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিচ্ছে বলে জানালেন তিনি। এমবিলিয়ন্থ এ্যাওয়ার্ড প্রাপ্তির পর দেশের বিশটি সমস্যা নিয়ে বিশটি কার্যকর এ্যাপস তৈরির ভাবনা নিয়ে তৈরি করছেন। রাজধানীর মিরপুরে তার অফিসে নিয়মিত চলে এ্যাপস নির্মাণের প্রশিক্ষণ, নিজে কাজ করার পাশাপাশি এ্যাপস নির্মাণ শেখান এদেশীয় তরুণদের। বিদেশ চলে যাবার হাতছানি এসেছে অনেকবার, দেশমাতৃকাকে ভালবেসে জুবায়ের জানিয়েছেন থাকতে চান বাংলাদেশেই, স্বপ্ন ক্রিকভয়েজ এ্যাপটি টাইগার ক্যাপ্টেন মাশরাফির সঙ্গে শেয়ার করা, তার কাছ থেকে পরামর্শ নেয়া।
×