ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরব হানাদার মুক্ত দিবস আজ

প্রকাশিত: ০৬:১৩, ১৯ ডিসেম্বর ২০১৭

ভৈরব হানাদার মুক্ত দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৮ ডিসেম্বর ॥ ১৯ ডিসেম্বর ভৈরব মুক্ত দিবস। স্বাধীনতার রক্ত সূর্য উদয় ও বিজয় দিবস ১৬ ডিসেম্বর হলেও ভৈরব শহর শত্রুমুক্ত হয়েছিল ১৯ ডিসেম্বর। ’৭১-এর এইদিন পাক সেনারা তাদের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করে। এর আগে ভৈরবে অবস্থানরত পাকসেনারা বিশ্বাস করতে পারছিল না, তারা পরাজিত হয়েছে। ১৬ ডিসেম্বর রেডিওতে ঘোষণার পরও তারা তিনদিন অতিবাহিত হওয়ার পর ১৯ ডিসেম্বর মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের নিকট আত্মসমর্পণ করে। ১৪ এপ্রিল’৭১ পাকসেনাদের হাতে বন্দরনগরী ভৈরব শহরের পতন ঘটেছিল। শহরটি দখল করার আগে হানাদাররা ভৈরবে হিংস্র তাণ্ডবলীলার মাধ্যমে অসংখ্য নারী-পুরুষ, শিশু, যুবক ও বৃদ্ধ-বৃদ্ধাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। শহরটি দখল করার আগ মুহূর্তে স্থানীয় আলগড়া নামক খেয়াঘাটে প্রাণ ভয়ে পলায়নরত অপেক্ষমাণ নিরস্ত্র, নিরপরাধ প্রায় ৫০০ মানুষকে গুলি করে হত্যা করে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ২ ডিসেম্বর ভারতীয় যুদ্ধবিমান দখলদার পাকবাহিনীর ভৈরবস্থ সামরিক লক্ষবস্তুর ওপর কয়েকবার হামলা চালায়। এর আগে প্রায় ১০ হাজার পাক সেনা পূর্বাঞ্চলীয় শহরগুলো থেকে পরাজিত হয়ে ভৈরবে অবস্থান নেয়। তারপর ১৩ ডিসেম্বর ভৈরব রেলওয়ে সেতুটি ধ্বংস করে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে দেয়। ১৪ ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধারা ভৈরব শহরকে ঘিরে রাখে। তখন হানাদারবাহিনী ও আলবদর রাজাকাররা শহরের উপকণ্ঠে বন্দী জীবনযাপন করতে থাকে। তারা খাদ্যের অভাবে আরও দুর্বল হয়ে পড়ে। তারপরও পাকসেনারা ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করেনি। তাদের হাইকমান্ড ১৮ ডিসেম্বর রাতে বিকল্প ব্যবস্থায় ভৈরবে সংবাদ পাঠানোর পর ১৯৭১ সালে ১৯ ডিসেম্বর তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তখন ভৈরব শহর শত্রুমুক্ত হয়। আনন্দে আত্মহারা হয় শহর ও গ্রামবাসী। ১৯ ডিসেম্বর সকালেই মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা ভৈরব প্রবেশ করে।
×