ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ফিড মিলের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ ডিসেম্বর ২০১৭

ন্যাশনাল ফিড মিলের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল ফিড মিলের উদ্যোক্তা পরিচালক ২৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আকতার হোসাইন বাবুল তার কাছে থাকা ১ কোটি ৬২ লাখ ৪২ হাজার ৬০টি শেয়ারের মধ্য থেকে ২৮ লাখ ৪০ হাজার শেয়ার বিক্রির করবেন। এ পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে এই পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন। -অর্থনৈতিক রিপোর্টার এবি ব্যাংকের ইজিএম ও এজিএমের স্থান পরিবর্তন শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এবি ব্যাংক লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থান পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, পরিবর্তিত স্থান অনুযায়ী ব্যাংকটির এজিএম ও ইজিএম লা ম্যারিডিয়ান হোটেল, ৭৯/এ বাণিজ্যিক এলাকা, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেতে অনুষ্ঠিত হবে। এর আগে ব্যাংকটির এজিএম ও ইজিএমের জন্য কুর্মিটোলা গল্ফ ক্লাব নির্ধারণ করা হয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×