ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে বিজয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:১৪, ১৮ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে বিজয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর নাগবাড়ীতে নতুন দিগন্ত পাঠাগারের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে শনিবার দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় সাতটি বিদ্যালয়ের ৮০ ছাত্রছাত্রী। সভায় পাঠাগারের সভাপতি মনোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, ডিএসএস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন বাচ্চু, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদ জাকির হোসেন, সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, সাধু নাগ মহাশয় আশ্রমের সম্পাদক এ্যাডভোকেট তারাপদ আচার্য্য, দৈনিক সময়ের সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল ও ইউপি সদস্য মরিয়ম আক্তার। চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন শিশু চারু অঙ্গনের শিক্ষক মুসলিমা আনোয়ার।সহযোগী হিসেবে ছিলেন শেখ হাসান রনি, হায়াত আহমেদ সাগর ও সাজ্জাদ বিন ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাশীপুর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ সাহা। অভ্যর্থনায় ছিলেন পাঠাগারের সম্পাদক শাফি মাহমুদ কামরান। বক্তারা ’৭১-এর মুক্তিযুদ্ধের নানা স্মৃতি তুলে ধরেন। বিশেষ করে সাধু নাগ মহাশয় আশ্রমের সম্পাদক তারাপদ আচার্য্য মুক্তিযুদ্ধের সময় এক নৌকার মাঝি কিভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে তাদের বাঁচিয়েছিলেন তার বর্ণনা তুলে ধরেন এবং পাঠাগারকে ১০ হাজার টাকার বই দেয়ার প্রতিশ্রুতি দেন।
×