ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রামের মানুষও এখন ঘরে বসে বিশ্ব দেখছে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৮, ১৮ ডিসেম্বর ২০১৭

গ্রামের মানুষও এখন ঘরে বসে বিশ্ব দেখছে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, এখন ঘরে বসেই বিশ্বকে দেখছে গ্রামের মানুষও। কোন টাকা-পয়সা লাগবে না। সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট সেবা পাবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় আজ বাস্তবায়ন হয়েছে। শুধু ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়নি, বিনামূল্যে ঘরে ঘরে দেয়া হয়েছে বিদ্যুত সুবিধাও। তিনি বলেন, বিদ্যুতের জন্য মানুষকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দৌড়ঝাপ করতে হতো। কিন্তু বর্তমান সরকারের সময় চারঘাটকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়েছে। বিদ্যুতের জন্য লোকজনকে কোনো অফিসে ধর্না দিতে হয়নি। বিদ্যুত বিভাগের লোকজনই মানুষের ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছে। এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর ভূমিকার কারণে। রবিবার জেলার চারঘাটে এমএ হাদী ডিগ্রী কলেজে ফ্রি ওয়াই-ফাই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজশাহীর চারঘাট-বাঘায় যে রাস্তা দিয়ে একদিন গরুর গাড়িও চলতে পারত না। আজ সেই সব রাস্তা পাকাকরণ করে দামী যানবাহন দাপিয়ে চলছে। তিনি বলেন, চারঘাট-বাঘা নয়, সারা বাংলাদেশে আজ লেগেছে উন্নয়নের ছোয়া। যেখানেই দেখবেন, সেখানেই হয়েছে উন্নয়ন। আর এ উন্নয়ন ও বর্তমান সরকারের চলমান অগ্রগতি আর এগিয়ে নিয়ে আগামীতেও তিনি নৌকার পক্ষে থাকার আহ্বান জানান। এ সময় কলেজের অধ্যক্ষ সামসুজ্জোহা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, পৌর সাধারণ সম্পাদক একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার প্রমুখ বক্তব্য রাখেন। যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পানিতে পড়ে তালিব হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল দশটার দিকে সদর উপজেলার হাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে ভৈরব নদে। তালিব হোসেন ওই গ্রামের আকবর হোসেনের ছেলে। নিহতের চাচা সাইফুল ইসলাম বলেন, ‘সকাল দশটার দিকে তালিব হোসেন বাড়ির পাশে ভৈরব নদের পাড়ে খেলা করছিল। খেলা করতে করতে অসাবধানবশত সে পড়ে যায়।
×