ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে স্পেন!

প্রকাশিত: ০৪:৩৯, ১৭ ডিসেম্বর ২০১৭

রাশিয়া বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে স্পেন!

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর অনুষ্ঠিতব্য রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে স্পেন। দেশটির ফুটবল ফেডারেশনকে এমন হুঁশিয়ারি দিল স্বয়ং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মূলত স্পেনের রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই দেশটির ফেডারেশনকে এমন হুঁশিয়ারি দিল ফিফা। শুক্রবার এক বিবৃতি দিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থাটি। দুর্নীতির দায় নিয়ে সভাপতি এ্যাঞ্জেল মারিয়া ভিয়ারের পদত্যাগের পর গত জুলাই থেকে স্পেন ফুটবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছেন হুয়ান লুইস লারিয়া। বর্তমানে এ পদে স্থায়ী নিয়োগের প্রস্তুতি চলছে। যেখানে দেশটির সরকারেরও হস্তক্ষেপ রয়েছে বলে খবর স্প্যানিশ গণমাধ্যমে। এর জের ধরেই স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে দেয়া চিঠিতে সভাপতি পদে নিয়োগের বিষয়ে সরকারের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ফিফা। কোন দেশের ফুটবল ফেডারেশনে সরকারের হস্তক্ষেপ ফিফা কর্তৃক নিষিদ্ধ। এমনটা ঘটলে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থাটি বিশ্বের যে কোন দেশের সদস্যপদই বাতিল করে দেয়ার একচ্ছত্র ক্ষমতা রাখে। তবে ফিফার এমন হুমকিতে স্তম্ভিত স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। তার যেন বিশ্বাসই হচ্ছে না। রিয়াল মাদ্রিদের স্প্যানিশ এই ডিফেন্ডার বলেন, ‘এমন বিতর্কের জেরে আমরা বিশ্বকাপ খেলতে পারব না এটা বিশ্বাসই হচ্ছে না।’ রিয়াল মাদ্রিদের সফল অধিনায়ক রামোস। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। মূলত ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতেই গত সপ্তাহে স্পেন ত্যাগ করেন। শনিবার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও’র মুখোমুখি হয় তার দল। ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এবারও হট ফেবারিট হিসেবেই টুর্নামেন্টে যাত্রা শুরু করে তারা। এদিকে ফিফার হুমকিতে স্তব্ধ দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ও। খুব দ্রুতই এমন বিতর্কের অবসান ঘটবে এবং রাশিয়া বিশ্বকাপে অংশ নিবে স্পেন জানিয়ে প্রধানমন্ত্রী মারিয়ানো বলেন, ‘এ বিষয়টা আমি মেনে নিতে পারছি না। তবে খুব দ্রুতই এই বিতর্কের অবসান ঘটবে। রাশিয়া বিশ্বকাপে অবশ্যই স্পেন যাবে এবং আমি আত্মবিশ্বাসী যে তারা জিতবে।’
×