ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৪:২৯, ১৭ ডিসেম্বর ২০১৭

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের ঈদগাঁও চান্দেরঘোনায় ক্ষেতের ধান পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে জসিম উদ্দিন প্রকাশ লাদেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোক্তার আহমদ নামে আরও একজন। শনিবার ভোরে চান্দেরঘোনা কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মোস্তাফজিুর রহমানের পুত্র। স্থানীয়রা জানিয়েছে, জসিম উদ্দিন প্রকাশ লাদেন ও মোক্তার ধান পাহারা দিচ্ছিল। হঠাৎ হাতি আসতে দেখে মোক্তার পালিয়ে যাওয়ার সময় আহত হলেও প্রাণে রক্ষা পায়। জসিম ঘুমিয়ে থামায় হাতির আক্রমণে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নিকটতম একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিবির নেতা আটক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিয়ানীবাজার পৌরশহরের মোকাম মসজিদ এলাকা থেকে পুলিশ শনিবার ভোরে ছাত্রশিবির নেতাকে আটক করেছে। পুলিশের জানিয়েছে, ভোর ৬টার দিকে পৌরশহরের মোকাম মসজিদ এলাকাসহ আশপাশ এলাকায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রশিবিরের সাথী আতিক হাসানকে গ্রেফতার করে।
×