ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

দুই ব্যবসায়ীসহ নিহত ৭

প্রকাশিত: ০৪:২৮, ১৭ ডিসেম্বর ২০১৭

দুই ব্যবসায়ীসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে দুই ব্যবসায়ীসহ তিন, ফরিদপুর ও বদরগঞ্জে দুই শিশু, সাতক্ষীরায় চালক এবং পটিয়ায় এক নারী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। বাগেরহাট শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীসহ তিনজন নিহত এবং ১২ ব্যক্তি আহত হয়েছেন। ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের ধরের ব্রিজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রোহান পরিবহনের বাস চুকনগরগামী গরু ব্যবসায়ীদের একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত এবং ২ জন গুরুতর আহত হন। নিহতরা হলেন, সদর উপজেলার কোড়ামারার রাঙ্গামিয়ার ছেলে গরু ব্যবসায়ী আল আমিন (৩৬) ও দেপাড়া গ্রামের সেকেন্দার শেখের ছেলে গরু ব্যবসায়ী মিজান (৩৮)। আহতরা হলেন পিকাপের চালক ও দেপাড়া এলাকার আপতাব মোল্লার ছেলে মাসুম (৪১)। অপরদিকে, দুপুরে একই সড়কের বারাকপুরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মিমজাল পরিবহনের বাসের সংঘর্ষে হানিফ পরিবহনের চালক মুকুল (৫৮) নিহত হন। গুরুতর আহত হন ১০ যাত্রী। উভয় দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় নিজ বাড়ির সামনে শুক্রবার রাতে ব্যাটারিচালিত অটোরিক্সা চাপা পড়ে রিয়ান নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত রিয়ান ওই এলাকার আরিফুল ইসলাম ওরফে লিটনের মেয়ে ও সানরাইজ স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ত। জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিক্সা চাপা দিলে রিয়ান গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত রিয়ানকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতে হাসপাতালে তার মৃত্যু ঘটে। বদরগঞ্জ, রংপুর বদরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল লুনা নামের (১০) এক শিশুর। সে টেকসেরহাট আশরাফগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। লুনা ওই এলাকার বিত্তিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুরের দিকে পার্বতীপুর-রংপুর সড়কের বদরগঞ্জ উপজেলার টেকসেরহাট এলাকায়। এলাকাবাসী সূত্রে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে পার্বতীপুর থেকে বদরগঞ্জ আসার পথে বদরগঞ্জ উপজেলার ডাক্তারপাড়া গ্রামের ফাহিম নামে এক যুবক ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সাতক্ষীরা সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। নিহতের নাম আকবর আলী গাজী (৬০)। তিনি কালিগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত সামাতুল্লা গাজীর ছেলে। মৃতের স্বজনরা জানান, আকবর আলী গাজী শনিবার সকালে বাইসাইকেলে বাড়ি থেকে বের হয়ে উজিরপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তেঁতুলিয়া বাজারে পৌঁছলে কালিগঞ্জ থেকে আশাশুনিগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার-আরকান মহাসড়কের পটিয়া উপজেলার মোজাফরাবাদ এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম মোমেনা আকতার সুমি (২৮)। তিনি রাজধানীর পলাশীঘাটা এলাকার আরিফুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন হাজী শাহীন (৬০), তামান্না বেগম (১৮), আরিফুর রহমান (৩৭) ও সেলিনা আকতার (৪৫)। শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পটিয়া ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও পটিয়া থানা পুলিশ প্রচেষ্টার পর গাড়ি চাপা পড়া মোমেনাকে মৃত অবস্থায় উদ্ধার করে। জানা গেছে, কক্সবাজার ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পটিয়ার মোজাফরাবাদ এলাকায় উল্টে যায়। ওই সময় গাড়ির নিচে চাপা পড়েছে মোমেনা। এতে আহত যাত্রীরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার মাসরুফা তাহের জানিয়েছেন, রাত অনুমান আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত রোগীরা চিকিৎসা গ্রহণ করেছেন। তাদের মধ্যে এক নারী মারা গেছেন।
×