ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রকৃত বিজয়ের স্বাদ মানুষ এখনও পায়নি ॥ রওশন

প্রকাশিত: ০৪:০৬, ১৭ ডিসেম্বর ২০১৭

প্রকৃত বিজয়ের স্বাদ মানুষ এখনও পায়নি ॥ রওশন

স্টাফ রিপোর্টার ॥ বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, জাতির বীর সন্তানেরা দেশের বিজয় অর্জন করেছেন ঠিকই কিন্তু, প্রকৃত বিজয়ের স্বাদ মানুষ এখনও পায়নি। কারণ, দেশের মানুষ নিরাপত্তাহীনতা ও অস্থিরতায় ভুগছে। দেশে শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হলেই মহান মুক্তিযোদ্ধা বীর শহীদদের বিজয়ের স্বপ্ন স্বার্থক হবে। শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। রওশন বলেন, আমরা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছি। আশাকরি আগামী নির্বাচনে দেশবাসী জাতীয় পার্টিকে সমর্থন দেবে। নির্বাচিত করবে। বাস্তবতা হলো যেখানেই যাচ্ছি মানুষ বলছে তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আমরাও সাংগঠনিক অবস্থা জোরদার করছি। যেন আগামীতে ক্ষমতায় আসতে পারি। মানুষের স্বপ্ন পূরণ করতে পারি। কারণ অতীতেও দেশবাসীর স্বপ্ন পূরণ হয়েছিল জাপার আমলেই। তখন দেশে শান্তি ছিল। কোন অস্থিরতা ছিল না। মানুষে মানুষে ভালবাসা ছিল। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দুই লাখ মা-বোনের ইজ্জত ও ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে। দেশের শান্তি সমৃদ্ধি ধরে রাখতে হলে দল, মত, নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তাহলেই এ বিজয়ের স্বার্থকতা লাভ করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিরোধীদলীয় চীফ হুইপ ও প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, এস এম ফয়সল চিশতী, রওশন আরা মান্নান, মোঃ শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বিরোধীদলীয় হুইপ ও যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, মামুনুর রশিদ প্রমুখ।
×