ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে মেট্রো স্পিনিংয়ের

প্রকাশিত: ০৩:২০, ১৭ ডিসেম্বর ২০১৭

অকারণে দর বাড়ছে মেট্রো স্পিনিংয়ের

কোন কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে বস্ত্র খাতের মেট্রো স্পিনিং মিলস। ডিএসই সূত্রে জানা গেছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বিষয়টি ডিএসইর নজরে আসে। শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে কোম্পানিটিকে নোটিস দেয় ডিএসই। কিন্তু নোটিসের জবাবে কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে, কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে। উল্লেখ্য, গত ৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ছিল ১০.৩০ টাকা থেকে বেড়ে ১১.২০ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার কাশেম ড্রাইসেলসের ঋণমান ‘এ ওয়ান’ সর্বশেষ এনটিটি রেটিং অনুসারে কাশেম ড্রাইসেলস লিমিটেডের ঋণমান ‘এ ওয়ান’। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ১ নবেম্বর পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থা ও প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৮ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কাশেম ড্রাইসেলস, আজ বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির ইপিএস হয়েছিল ২ টাকা ৩ পয়সা। এ সময়ের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। ডিএসইতে কাশেম ড্রাইসেলস শেয়ারের সর্বশেষ দর ছিল ৭৯ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ১০৮ টাকা ২০ পয়সা ও সর্বনিম্ন ৭৭ টাকা।-অর্থনৈতিক রিপোর্টার
×