ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফাইন ফুডস

প্রকাশিত: ০৩:১৯, ১৭ ডিসেম্বর ২০১৭

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফাইন ফুডস

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৯৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ২৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২১ কোটি ২৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৫ কোটি ২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৪১ শতাংশ। আলোচ্যসপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২০ কোটি ৯৭ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ২৬ শতাংশ, লিগ্যাসি ফুটওয়ার লিমিটেডের ৭ দশমিক ৭৩ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ১৭ শতাংশ, প্রাইম ব্যাংক লিমিটেড ৬ দশমিক ৮৩ শতাংশ, পূবালী ব্যাংক লিমিটেডের ৬ দশমিক ২৩ শতাংশ, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কো. লিমিটেডের ৫ দশমিক ৮৬ শতাংশ এবং ওয়াতা কেমিক্যালস লিমিটেডের ৫ দশমিক ৭২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
×