ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়ালের শিরোপা উৎসব আজ!

প্রকাশিত: ০৫:১৫, ১৬ ডিসেম্বর ২০১৭

রিয়ালের শিরোপা উৎসব আজ!

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে রিয়াল মাদ্রিদের। একের পর এক শিরোপা জয়ের উৎসবে মেতেছে জিনেদিন জিদানের দল। স্প্যানিশ জায়ান্টদের সামনে আজ আরও একটি শিরোপা উৎসবের দিন। সেই লক্ষ্যেই আজ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছেন বেল-রোনাল্ডোরা। ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে গ্রেমিওকে পেয়েছে রিয়াল। আবুধাবিতে ব্রাজিলিয়ান ক্লাবটির বিপক্ষে মাঠে নামার আগে একটি পরিসংখ্যান উজ্জীবিত করতেই পারে জিনেদিন জিদানের শিষ্যদের। সেটা স্পেনের বাইরে খেলা যে কোন ফাইনালে হারতে ভুলে যাওয়া। লস ব্ল্যাঙ্কোসরা ২০০০ সালের পর বিদেশের মাটিতে যতবারই ফাইনালে নেমেছে শোকেসে একটি করে ট্রফি জমা করেই ফিরেছে। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় আবুধাবিতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও গ্রেমিও। সর্বশেষ ২০০০ সালে টোকিওতে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের কাছে ক্লাব বিশ্বকাপ হারিয়েছিল রিয়াল। পরের ১৭ বছরে দেশের বাইরে ১১টি ফাইনাল খেলেছে স্প্যানিশ জায়ান্টরা। তার সবকটিতেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই ১৭ বছরে চারটি চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল খেলেছে রিয়াল। প্রতিপক্ষ ছিল জার্মান জায়ান্ট বেয়ার লেভারকুসেন, ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস এবং তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ (দু’বার)। কোন দলই পাত্তা পায়নি রিয়ালের কাছে। সমানসংখ্যকবার উয়েফা সুপার কাপও খেলা হয়েছে। ফেইনুর্ড, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা সেভিয়া (দু’বার), কেউই শিরোপার স্বাদ থেকে বঞ্চিত করতে পারেনি দুর্দান্ত গতিতে ছুটতে থাকা রিয়াল মাদ্রিদকে। ক্লাব বিশ্বকাপে ইউরোপের বাইরে অলিম্পিয়া, সান লরেঞ্জো, কাসিমার মতো দলগুলো আটকাতে চেষ্টা করেছে স্পেন ও ইউরোপের অন্যতম সেরা দলটিকে। তাতে কপাল পুড়েছে প্রত্যেকেরই। কিন্তু রিয়াল মাদ্রিদই শিরোপা জিতে মাঠ ছেড়েছে। বুধবার আল-জাজিরাকে ২-১ গোলে হারিয়ে আরেকটি ফাইনালের টিকেট কাটে লস ব্ল্যাঙ্কোসরা। গত দেড় যুগে যে অসাধ্য সাধন করতে পারেনি অন্য দলগুলো ব্রাজিলের গ্রেমিও’র সামনে সুযোগ সেটাই করে দেখানোর। রিয়ালের সেখানে সুযোগ বছরটা ট্রফির হাসিতেই শেষ করার। শুধু তাই নয়, আজ জিতলেই প্রথম দল হিসেবে টানা দুইবার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের উচ্ছ্বাসের জোয়ারে ভাসবে জিদানের শিষ্যরা। সেই সঙ্গে একই বছরে পাঁচ শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তিও গড়বে রিয়াল মাদ্রিদ। এদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বপ্নের পথে নকআউট পর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদকে পাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই। তবে তাতে পিএসজির যাত্রা বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন দলটির মিডফিল্ডার জাভিয়ের পাস্তোরে। লীগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি ইউরোপ সেরার মঞ্চে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠে। নেইমার, এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণ ভাগের দলটি গ্রুপপর্বে সর্বোচ্চ ২৫টি গোল করেছে। আর ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়। দুই লেগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথমপর্বে আগামী ফেব্রুয়ারিতে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার পরের মাসে নিজেদের মাঠে খেলবে পিএসজি। টুর্নামেন্টের সফলতম ক্লাব ও গত চার মৌসুমে তিনবারের শিরোপাজয়ীদের বিপক্ষে লড়াইটা যে খুবই কঠিন হবে, জানেন পাস্তোরে। তবে নেইমার, কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানির মতো তারকারা দলে থাকায় নিজেদের সামর্থ্যওে যথেষ্ট আশাবাদী আর্জেন্টাইন মিডফিল্ডার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রতিযোগিতাটি জিততে চাই। রিয়াল মাদ্রিদ খুবই কঠিন দল সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমাদেরও ভাল একটি দল আছে।’ রিয়ালে যেমন রোনাল্ডো-বেনজেমা এবং বেল রয়েছে তেমনি পিএসজিতেও আছে নেইমার-কাভানি-এমবাপেকে নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগ।
×