ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঘায় স্ত্রীকে হত্যার পর গাছে ঝুলে স্বামীর আত্মহত্যা!

প্রকাশিত: ০৩:৪৯, ১৫ ডিসেম্বর ২০১৭

বাঘায় স্ত্রীকে হত্যার পর গাছে ঝুলে স্বামীর আত্মহত্যা!

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘা উপজেলার গ্রামে স্ত্রীকে হত্যা পর গাছে ঝুলে আত্মহত্যা করেছেন আবদুল মান্নান (৫০) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে তার বাড়ি থেকেই উদ্ধার করা হয় স্ত্রী কাজলী বেগমের (৪৫) লাশ। এর আগে ভোরে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পর কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে লাশ বাড়ি নিয়ে যান স্বজনরা। জানা গেছে, আবদুল মান্নান ও কাজলী বেগম দম্পতির দুই ছেলে। বড় ছেলে রিশন আহম্মেদ লালপুরে নানার বাড়ি থেকে মঞ্জিলপুকুর কলেজে লেখাপড়া করে। ছোট ছেলে সাব্বির হোসেন উপজেলার কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার রাতে সাব্বির বাড়িতেই ছিল। তার ভাষ্য, রাত সাড়ে তিনটার দিকে তার মা ঘর থেকে হঠাৎ চেঁচিয়ে ওঠেন। ওই সময় পাশের ঘরে শুয়েছিল সে। চিৎকার পেয়ে দাদি আফরোজা বেগমের সঙ্গে সেও মায়ের ঘরে যায়। সেখান থেকে অচেনতন অবস্থায় দ্রুত মাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নেয়া হয়। এরপর তার বাবা বাাড়ির অদূরে লিচু বাগানে গলায় ফাঁস দেন। তার দাবি, মাকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন। বাঘা থানার ওসি রেজাউল হাসান বলেন, লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, আবদুল মান্নান আত্মহত্যা করেছেন, এটি নিশ্চিত। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তিনি স্ত্রীকে খুন করেছেন এটি নিশ্চিত নয় পুলিশ। ওই গৃহবধূর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
×