ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রামে শহীদ মিনারে আলোক প্রজ্বালন

প্রকাশিত: ০৫:৪৯, ১৪ ডিসেম্বর ২০১৭

শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রামে শহীদ মিনারে আলোক প্রজ্বালন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচী। একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এ কর্মসূচী পালন করে সেক্টর কমান্ডার্স ফোরাম। এছাড়া দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল বিভিন্ন সংগঠন। সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে বুধবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সন্ধ্যায় ‘মুক্তিযুদ্ধের চেতনার প্রদীপ্ত শিখায় দূরীভূত হোক অপশক্তির যত অন্ধকার’ প্রত্যয়ে আলোক শিখা প্রজ্বলন করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মোঃ এমরান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম চৌধুরী বেদার। বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ সরফরাজ খান চৌধুরী বাবুল, কমান্ডার মোঃ ইদ্রিস, সহসভাপতি হাজী আবু বক্কর সিদ্দিক, মাহফুজুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ, ফোরকান উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার ও মুক্তিযোদ্ধা ইঞ্জি.আবুল কাশেম।
×