ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লেনদেনে ব্যাংক খাতের প্রাধান্য

প্রকাশিত: ০৪:২১, ১৩ ডিসেম্বর ২০১৭

লেনদেনে ব্যাংক খাতের প্রাধান্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক খাতের কোম্পানি শাহাজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ৯২০ বারে ৩৪ লাখ ৩৬ হাজার ৫৮১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজারমূল্য ১১ কোটি ১৯ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটি ১ হাজার ২৫২ বারে ৩ লাখ ৪ হাজার ৭৬৩টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৮ কোটি ৮৬ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটি ১০০ বারে ২ লাখ ৯০ হাজার ৮৭৫টি শেযার লেনদেন করে। যার বাজারমূল্য ২ কোটি ৮৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক, সিএমসি কামাল, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার আইন অনুযায়ী ফান্ড বিতরণ করেনি ড্যাফোডিল শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ড্যাফোডিল কম্পিউটার্স আইন অনুযায়ী ফান্ড ও সুদ বিতরণ করেনি বলে মন্তব্য করেছে কোম্পানিটির নিরীক্ষক। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী জানা গেছে, ৩০ জুন ২০১৭ অর্থবছরে শ্রমিক মুনাফায় অংশগ্রহণ ফান্ড আইন অনুযায়ী তহবিল এবং সুদ বিতরণ করেনি কোম্পানিটি। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রোফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে (ডিআইপিটিআই) আয়ের সত্যতা দেখানো হয়েছে সেটা অনিরীক্ষিত। অর্থাৎ ডিআইপিটিআই থেকে অর্জিত আয়ের সত্যতা যাচাই করা হয়নি। -অর্থনৈতিক রিপোর্টার
×