ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীদের তৈরি পণ্য রফতানি হচ্ছে ইউরোপে

প্রকাশিত: ০৫:৩৭, ১২ ডিসেম্বর ২০১৭

প্রতিবন্ধীদের তৈরি পণ্য রফতানি হচ্ছে ইউরোপে

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ফেনীর গ্রামে শারীরিক প্রতিবন্ধী, স্কুল থেকে ঝরেপড়া শিক্ষার্থী, বিধবা আর দুস্থ মহিলাদের হাতে তৈরি ফ্যাশানেবল পণ্য রফতানি হচ্ছে ইউরোপ, আমেরিকা, জাপানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এতে স্বল্পপুঁজির টেকসই কারিগরি প্রতিষ্ঠান স্থাপন করে বেকার যুবক ও যুবমহিলাদের কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হচ্ছে। শহরের উপচে পড়া ভিড় এড়িয়ে গ্রাম ভিত্তিক শিল্প স্থাপন করার মানষিকতা নিয়ে ২০০০ সালে জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়াদৌলতপুর গ্রামের কাজী জামাল উদ্দিন ১টি সেলাই মেশিন নিয়ে তার বসত ঘরে এ প্রকল্পের কাজ শুরু করেন। স্ত্রী ও তার একক চেষ্টায় বর্তমানে ৪০ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত কাজী লেদার ফ্যাক্টরি ও টেনিং সেন্টার চালু রয়েছে। এ কারখানায় ২৮ শারীরিক প্রতিবন্ধীসহ ৭০ শ্রমিক কাজ করছে। এ কারখানায় হাতে তৈরি স্কুল বেগ, অফিসিয়াল বেগ, মহিলাদের ভ্যানেটি বেগ, মানিবেগ, বেল্টসহ ফ্যাশনেবল পণ্য দেশের বাজারের পাশাপাশি ইউরোপ, আমেরিকা, দুবাই, মালয়েশীয়ায় স্বল্প পরিসরে রফতানি হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। কোয়ালিটি কন্টোল করায় এ কারখানার উৎপাদিত পণ্য বিদেশের বাজারে চাহিদা রয়েছে। স্বল্পপুঁজির এসব প্রতিষ্ঠানে অর্থের চাইতেও দক্ষ কর্মীর অভাব বেশি। তাই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কারিগরি টেনিং সেন্টার চালু করা হয়েছে। যাতে এ প্রতিষ্ঠানের পাশাপাশি এ ধরনের অন্য প্রতিষ্ঠানে কাজ করে শারীরিক প্রতিবন্ধী, স্কুল থেকে ঝরেপড়া শিক্ষার্থী, বিধবা ও দুস্থ মহিলারা আয় করে তাদের সংসার চালাতে পারে।
×