ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৩:২৭, ৯ ডিসেম্বর ২০১৭

গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৮ ডিসেম্বর ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০১ পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের পক্ষ থেকে এই গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয় বলে জানা গেছে। চলতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার জামুর্কী ও ভাতগ্রাম ইউনিয়নের ১০১ পরিবারের প্রত্যেককে ২২ হাজার টাকা সমমূল্যের গৃহনির্মাণ সামগ্রী, রঙিন ঢেউটিন ও শেল্টার কিটস বিতরণ করা হয়। জামুর্কী ইউনিয়নের পাকুল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং ভাতগ্রাম ইউনিয়নের বেগম দুল্যাবাজার থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। রুয়েটে জব ফেয়ার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তৃতীয়বারের মত জব ফেয়ার শুরু হয়েছে। রুয়েট ক্যারিয়ার ফোরাম দুই দিনব্যাপী এই জব ফেয়ারের আয়োজন করেছে। শুক্রবার সকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগ প্রধান অতিথি হিসেবে জব ফেয়ার উদ্বোধন করেন। এ সময় তিনি রুয়েটে অধ্যায়ন শেষ করা দক্ষ শিক্ষার্থীদের নিয়োগ দিতে চাকরিদাতা কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। বর্তমান চাকরির বাজার সম্পর্কে ধারণা পেতে এবং বিভিন্ন কোম্পানিতে সরাসরি রিক্রুটমেন্টের জন্য তৃতীয়বারের মত জব ফেয়ার আয়োজন করেছে রুয়েট ক্যারিয়ার ফোরাম। দুই দিনব্যাপী এই জব ফেয়ার থেকে বেশ কিছু ইঞ্জিনিয়ার বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন বলে আশা করছেন রুয়েট ক্যারিয়ার ফোরামের সভাপতি ফজলে হোসেন মোয়ানমেন।
×