ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক টিম ডাক্তার ল্যারি ন্যাসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ল্যারিকে সারাজীবন জেলে দেখতে চান মারোনি

প্রকাশিত: ০৬:২৩, ৮ ডিসেম্বর ২০১৭

ল্যারিকে সারাজীবন জেলে দেখতে চান মারোনি

স্পোর্টস রিপোর্টার ॥ জিমন্যাস্টিক্সে নারীদের ওপর যৌন হয়রানির ঘটনায় তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সোনাজয়ী ম্যাকাইলা মারোনিও যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক ডাক্তার ল্যারি ন্যাসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। সম্প্রতি এক টুইটার বার্তায় মাত্র ১৩ বছর বয়সেই যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। ২১ বছর বয়সী মারোনি সেবার বলেছিলেন, মার্কিন মহিলা জাতীয় জিমন্যাস্টিক্স দল এবং অলিম্পিক দলের চিকিৎসক ল্যারি ন্যাসারের সঙ্গে তার যৌন হয়রানির প্রমাণ রয়েছে। লন্ডনে সোনাজয়ের আগে এবং রৌপ্যজয়ের আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ন্যাসারের আমলে তিনি ৭ বছর নির্যাতিত হন এবং তিনি এজন্য চিকিৎসাও নিয়েছেন। মারোনির অভিযোগ, এমন ঘটনার শিকার তিনি একাই নন। টেক্সাসে জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্পে এ ধরনের ঘৃণ্য আচরণ চলতে থাকে খেলা শেষ না হওয়া পর্যন্ত। যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক্সের চিকিৎসক ন্যাসার বর্তমানে একাধিক যৌন হয়রানির মামলায় মিশিগান কারাগারে বিচারের অপেক্ষায় রয়েছেন। তার বিরুদ্ধে শিশু নিপীড়নেরও অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার মিশিগানের ফেডারেল কোর্টে ল্যারি ন্যাসারের চূড়ান্ত শাস্তি ঘোষণা হওয়ার কথা। তার আগেই ফেডারেল কোর্টে একটি চিঠি প্রদান করেন মারোনি। যেখানে ল্যারি ন্যাসারকে আজীবনের জেল প্রদানের দাবি করেন তিনি। এ প্রসঙ্গে সেই চিঠিতে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী এই এ্যাথলেট লিখেছেন, ‘সে আমার বিশ্বাস ভেঙ্গেছে এবং আমার শরীরকে অপব্যবহার করেছে। তাই ল্যারি ন্যাসার সারাজীবনই জেলে থাকার যোগ্য।’ এর আগে গত মাসেই জিমন্যাস্টদের যৌন নিপীড়নের মামলায় আদালতে স্বীকারোক্তি দেন মার্কিন স্পোর্টস ডক্টর ল্যারি ন্যাসার। শুধু মারোনি একাই নন, ল্যারি ন্যাসারের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক ডাক্তারের দায়িত্বকালে ক্যারিয়ারে ১৩০ জন নারী ও শিশুকে যৌন নিপীড়ন করেছেন তিনি। তার লালসার শিকারের তালিকায় রয়েছেন এ্যালি রাইসম্যান, গ্যাবি ডগলাসের মতো শীর্ষ মার্কিন জিমন্যাস্টরাও। ৭টি মামলায় অভিযুক্ত করা ল্যারি ন্যাসার আদালতে জবানবন্দিতে জানান, আমি খুবই দুঃখিত। আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। আমি তাদের ভাল চাই। সমাজের ভাল চাই। আদালতে যুক্তরাষ্ট্রের ইংহাম কাউন্টি কোর্টের বিচারক রোজম্যারি আকিলিনা জানান, আস্থার এক পদের দায়িত্বে থেকে আপনি নীচ কাজ করেছেন শিশুদের যৌন নিপীড়ন করেছেন। বিচারক রোজম্যারি আদালতে ল্যারি ন্যাসারকে প্রশ্ন করেছিলেন, আপনি শিশুদের মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার নাম করে একান্তে নিয়ে যেতেন। আসলে এতে মেডিক্যাল সংক্রান্ত কিছু থাকতো না। আপনি নিজের জন্যই এমন করতেন, এটা কী সত্যি? ল্যারি ন্যাসার বিচারকের প্রশ্নের উত্তরে বলেন, হ্যাঁ। বরখাস্ত হওয়ার আগে ১৯৯৮ থেকে ২০১৫ পর্যন্ত যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিক্সের ডাক্তারের দায়িত্ব পালন করেন ল্যারি ন্যাসার। ক্রীড়াঙ্গনে যৌন ও শিশু নিপীড়নের একের পর এক অভিযোগের মুখে গত বছর পদত্যাগ করেন যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিক্স সংস্থার প্রধান স্টিভ পেনিও।
×