ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রেমিকের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা

প্রকাশিত: ০৭:১১, ৭ ডিসেম্বর ২০১৭

প্রেমিকের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৬ ডিসেম্বর ॥ বাঙালী যুবকের প্রেমের টানে সুদূর ইন্দোনেশিয়া থেকে বাউফলে চলে আসা নিকি উল ফিয়ার নামের সেই তরুণী ব্যথিত হৃদয়ে স্বদেশে ফিরে যাচ্ছেন! বিমানের টিকেটের জন্য ইতোমধ্যে তিনি ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলেছেন। ওই তরুণীর প্রেমিক ইমরানের বয়স ২১ বছর না হওয়ায় আইনী প্রতিবন্ধতার সৃষ্টি হলে, তিনি স্বদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে ইমরানের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। জানা গেছে, দাসপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের পুরান বাবুর্চি বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র ও পটুয়াখালী সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইমরান হোসেনের (১৯) সঙ্গে এক বছর আগে ফেসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ার মুসলিম তরুণী নিকি উল ফিয়ার (২৪) পরিচয় হয়। একপর্যায়ে তারা প্রেমে জড়িয়ে পড়েন। নিকি উল ফিয়া ইন্দোনেশিয়ার সুরা বায়া বিভাগের জাওয়া গ্রামের ইউ লি আন থোর মেয়ে। তিনি ¯স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। ১ ডিসেম্বর নিকি উল ফিয়ার ভালবাসার টানে সুদূর ইন্দোনেশিয়া থেকে ঢাকা চলে আসেন। সেখান থেকে ৩ ডিসেম্বর প্রেমিক ইমরানের পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া গ্রামের বাড়িতে আসেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এখানে এসে নিকি যখন জানলেন, আইন অনুযায়ী প্রেমিক ইমরানের বিয়ের বয়স ২১ হয়নি। তখন তিনি হতাশ হয়ে পড়েন। তার হাস্যোজ্জ্বল মুখ মলিন হয়ে যায়। নীরবে চোখের পানি ফেলেছেন। নিকি উল বলেন, খবরটি জানার পর আমি ব্যথিত হয়েছি। দেশে চলে যাব। বিমানের টিকেটের জন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলেছি। ইমরান ও তার পরিবারের সদস্যদের ব্যবহারে আমি মুগ্ধ । আমি ইমরানের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
×