ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চসিক মেয়রের সঙ্গে বৈঠকের পর গণপরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ০৫:৩৮, ৬ ডিসেম্বর ২০১৭

চসিক মেয়রের সঙ্গে বৈঠকের পর গণপরিবহন ধর্মঘট স্থগিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে আন্দোলনকারী মালিক সংগ্রাম পরিষদ। মঙ্গলবার চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর এ সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে সন্ধ্যা থেকেই গণপরিবহন চলাচল শুরু হয়ে যায়। এদিকে, তৃতীয় দিনের ধর্মঘটেও জনসাধারণকে দুর্ভোগে পড়তে হয়। তবে শেষ পর্যন্ত কর্মসূচী স্থগিত হওয়ায় স্বস্তি এসেছে। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, নগর ভবনের সম্মেলন কক্ষে বিকেলে মেয়রের সঙ্গে বৈঠকে বসেন চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ এবং বিআরটিএ’র কর্মকর্তারা। সভায় আলোচিত হয় ধর্মঘটের ফলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি সমস্যাগুলো নিয়ে। ১১ দফা দাবিতে গত ৩ ডিসেম্বর শুরু হয় এ কর্মসূচী। মেয়র আ জ ম নাছির উদ্দিন শিক্ষার্থীদের পরীক্ষা এবং গণদুর্ভোগ বিবেচনায় অনির্দিষ্টকালের এ ধর্মঘট স্থগিত করার আহ্বান জানালে সংগঠনের আহবায়ক বেলায়েত হোসেন বেলাল কর্মসূচী স্থগিতের ঘোষণা দেন। তবে একইসঙ্গে মেয়র ধর্মঘটের কারণে যে সকল মামলা হয়েছে সে বিষয়ে মালিক-শ্রমিক এবং সরকারের যথাযথ প্রতিনিধিদের সমন্বয়ে একটি সভা আহ্বান করে সিদ্ধান্ত গ্রহণের আশ্বাসও প্রদান করেন। চসিক মেয়র আরও বলেন, পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতায় গণপরিবহনে সুশৃঙ্খল পরিবেশ সুরক্ষা করতে হবে। সকল দাবি আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। জনদুর্ভোগ সৃষ্টি না করে জনগণের চাহিদা পূরণে পরিবহন মালিকদের সচেষ্ট হতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ড্রাইভার প্রশিক্ষণ কোর্স চালু করা হবে এবং যাত্রী সাধারণের সুবিধার্থে ৬৬টি স্পটে সিটি কর্পোরেশন আধুনিক সুবিধাসম্বলিত যাত্রী ছাউনি নির্মাণ করবে, অবৈধ গাড়ি চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে এবং রেজিস্ট্রেশন ছাড়া কোন সংগঠন বৈধতা পাবে না। বৈঠকে উপস্থিত ছিলেন বিআরটি-এর উপপরিচালক শহীদুল্লাহ, চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের উপদেষ্টা আমজাদ হোসেন, সদস্য সচিব এসএম তৈয়ব, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি মোঃ মুছা, সাধারণ সম্পাদক মোঃ অলি আহমদ, চট্টলা পরিবহনের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শরিফ মিজান, সিটি বাস ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএ হাকিম, সিটি সার্ভিস ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরুন দাশগুপ্ত ভানু, যাত্রীসেবা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা হিউম্যান হলার মালিক সমিতির সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সিটি সার্ভিসের সভাপতি আবদুল বারেক, সিটি বাস ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টলা পরিবহনের সিনিয়র সহসভাপতি রায়হানুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×