ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়াবা বিক্রেতা দফতরির অপসারণ দাবি

প্রকাশিত: ০৪:২৫, ৬ ডিসেম্বর ২০১৭

ইয়াবা বিক্রেতা দফতরির অপসারণ দাবি

নিজস্ব সংবাদদাতা আমতলী বরগুনা থেকে জানান, আমতলী উপজেলার চলাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী ইয়াবা বিক্রেতা আবদুর রাজ্জাক ওরফে রাজু তালুকদারকে বিদ্যালয় থেকে অপসারণ ও বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। জানা গেছে, উপজেলার চলাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৪ সালে দপ্তরী কাম নৈশ প্রহরী হিসেবে আবদুর রাজ্জাক চাকরিতে যোগদান করেন। ওই সময় থেকেই সে বিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে বলে অভিযোগ এলাকাবাসীর। তার বিরুদ্ধে আমতলী থানা ও আদালতে একাধিক মাদকের মামলা রয়েছে। গত ২১ নবেম্বর ৪৫ পিস ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে আবদুর রাজ্জাক ওই মামলায় জেল হাজতে রয়েছে। বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী কর্তৃক ইয়াবা বিক্রি করায় এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ওই বিদ্যালয়ের দপ্তরী আবদুর রাজ্জাককে বিদ্যালয় থেকে অপসারণ ও বিচারের দাবিতে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেছে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অভিভাবক লাইলি বেগম ও মাসুম তালুকদার প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, দপ্তরী কাম নৈশ প্রহরী বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ইয়াবা বিক্রি করতে উৎসাহিত করছে। এতে দিন দিন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা আরও বলেন, অনতিবিলম্বে এ ইয়াবা বিক্রেতা আবদুর রাজ্জাক ওরফে রাজু তালুকদারকে বিদ্যালয় থেকে অপসারণ করে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আসমা বেগম বলেন, এ ঘটনা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু তালেব গাজী মুঠোফোনে মানববন্ধনের সঙ্গে একমত পোষণ করে বলেন, দপ্তরী কাম নৈশপ্রহরী ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকায় বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
×