ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মূল্য সমন্বয়ের পর শাহজিবাজার পাওয়ারের দর কমেছে

প্রকাশিত: ০৫:৫৩, ৫ ডিসেম্বর ২০১৭

মূল্য সমন্বয়ের পর শাহজিবাজার পাওয়ারের দর কমেছে

বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর কমেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ারে। সোমবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায় ১ শতাংশ কমেছে। যদিও সোমবার সাধারণ হিসেবে শাহজিবাজার পাওয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ১৯ টাকা বা ১৩ দশমিক ৪৮ শতাংশ কমেছে। তবে বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়। এসপিসিএল সর্বশেষ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৪ শতাংশ বোনাস। সোমবার ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৪০ টাকা ৯০ পয়সা। ১৪ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ১২৩ টাকা ৬০ পয়সা। এর বিপরীতে সোমবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ১২২ টাকা ৪০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×