ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে তুচ্ছ ঘটনায় বাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৪:০০, ৫ ডিসেম্বর ২০১৭

লৌহজংয়ে তুচ্ছ ঘটনায় বাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় মোঃ শরিফ শেখ (২০) আজাহার শেখ (৪০) ও মহসিন শেখসহ (২৫) নামে তিনজন আহত হয়েছে। গুরুতর আহত শরিফ শেখ ও আজাহার শেখকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়ছে। হামলাকারীরা স্বর্ণালঙ্কারসহ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় উপজেলা কলমা গ্রামের আতাউর রহমান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শরিফ শেখের ভাই রনি শেখ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর ফুটবল খেলাকে কেন্দ্র করে কলমা হাইস্কুল মাঠে আতাউর রহমান শেখের ছেলে মোঃ শরিফ শেখের সঙ্গে একই গ্রামের মোবারক হাওলাদারের ছেলে এমরান হাওলাদারের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে রবিবার সন্ধ্যায় এমরান ও তার লোকজন শরিফদের বাড়িতে হামলা করে। এ সময় হামলায় আহত হয় মোঃ শরিফ শেখ, আজাহার শেখ ও মহসিন শেখ। শরিফ ও আজাহারের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অপর আহত মহসিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। হামলাকারীরা ঘরের ভেতরের আসবাবপত্র ভাংচুর ও বাইরের বেড়ার ক্ষতি সাধন করে। তারা একটি স্বর্ণের চেইনসহ মোট ৯ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটে নেয়। এ ঘটনায় আহত শরিফের বাবা আতাউর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে লৌহজং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। লৌহজং থানার ওসি জানান, এ ঘটনায় দুটি পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
×