ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আসছে প্রদীপ্ত বাপ্পির একাধিক এ্যালবাম

প্রকাশিত: ০৬:০৭, ৪ ডিসেম্বর ২০১৭

আসছে প্রদীপ্ত বাপ্পির একাধিক এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ সেরাকণ্ঠখ্যাত এই সময়ের প্রতিভাবান তরুণ কন্ঠশিল্পী প্রদীপ্ত বাপ্পির নতুন দুটি এ্যালবাম অচিরেই প্রকাশ হতে যাচ্ছে। এ্যালবামের গান তৈরির পাশাপাশি তিনি বিভিন্ন টিভি চ্যানেল এবং স্টেজ শো’তে নিয়মিত পারফর্ম করছেন। পাশাপাশি তার গাওয়া ‘সোনাপাখি’ গানের মিউজিক ভিডিও খুব শীঘ্রই প্রকাশ হচ্ছে। এ পর্যন্ত তার ৯টি একক ও দ্বৈতগানের এ্যালবাম প্রকাশ হয়েছে। পাশাপাশি শতাধিক মিশ্র এ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া ‘সোনা বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি’, ‘যা দিয়েছো তুমি আমায়’, ‘আমার মাঝে আমিটারে কেন খুঁজে পাই না’, ‘মওলা’, ‘আয়ুর বাসা’, ‘বৃষ্টি’সহ আরও অনেক গান শ্রোতারা পছন্দ করেছেন। ক্রমান্বয়ে পরিচিতি বাড়ছে বাপ্পির। নতুন এ্যালবাম প্রসঙ্গে প্রতিভাবান শিল্পী প্রদীপ্ত বাপ্পি বলেন, আমি সাধারণ ফোক ও আধুনিক গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার দেশের বেশিরভাগ শ্রোতাও ফোক গান শুনতে পছন্দ করেন। তাই তো ফোক গান নিয়ে কাজ করছি। এর মধ্যে পঞ্চকবির ৮টি গান নিয়ে একটি এ্যালবাম প্রকাশের জন্য কাজ করে যাচ্ছি। পাশাপাশি ভবা পাগলা, রাধা রমন দত্ত এবং শাহ আবদুল করিমের তিনটি গান নিয়ে আরেকটি এ্যালবাম করছি। আমার নতুন এ্যালবামের গানগুলো খুব শীঘ্রই শ্রোতারা শুনতে পাবেন। প্রদীপ্ত বাপ্পির সঙ্গীতের সঙ্গে সখ্য ছোটবেলা থেকেই। ওই বয়সেই নজরুল সঙ্গীত ও ফোক গানে তিনবার শিশু একাডেমি জাতীয় পুরস্কার পেয়েছেন। সেই থেকে প্রাপ্তি থেকে শুরু। এরপর বাপ্পির পুরস্কার প্রাপ্তি যেন আর থেমে নেই। নবম শ্রেণীতে পড়াকালীন নজরুলসঙ্গীত ও ফোক গানে একই বছর শিল্পকলা একাডেমি থেকে দুটি জাতীয় পুরস্কার পেয়েছেন। নতুন কুঁড়ির তিনবারের চ্যাম্পিয়ন হয়েছেন। সঙ্গীতে ছোটবেলার সেই স্বীকৃতি নিয়েই এখন পথ চলছেন প্রদীপ্ত বাপ্পি। প্রতিযোগিতা মানেই যেন বাপ্পির সফলতা। ২০০৮ সালে সেরাকণ্ঠে নাম লিখিয়ে নিজের জায়গা করে নিয়েছেন। তারপর থেকে সঙ্গীতাঙ্গনে তার পরিচিতি বাড়তে থাকে। এদিকে দীপ্ত টিভির ‘দীপ্ত প্রভাতি’ অনুষ্ঠনে ঘণ্টাব্যাপী পঞ্চকবির গান এবং এনটিভির একটি অনুষ্ঠানে সম্প্রতি পারফর্ম করে প্রশংসিত হন প্রদীপ্ত বাপ্পি। এছাড়া মাঝে মাঝেই বিভিন্ন চ্যানেলে সঙ্গীত পরিবেশন করে থাকেন তিনি। নিজের সঙ্গীত ক্যারিয়ার প্রসঙ্গে প্রদীপ্ত বাপ্পি বলেন, গান নিয়েই জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে চাই। সেক্ষেত্রে শুদ্ধ গানের চর্চাটাকে বিশেষ প্রাধান্য দেব। এ জন্য আমি আমার ভক্ত, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং সংশ্লিষ্টদের আশীর্বাদ ও দোয়া চাই।
×