ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষক লাঞ্ছিত ॥ প্রতিবাদে বিক্ষোভ,পরীক্ষা বর্জন

প্রকাশিত: ০৫:৩৭, ৪ ডিসেম্বর ২০১৭

শিক্ষক লাঞ্ছিত ॥ প্রতিবাদে বিক্ষোভ,পরীক্ষা বর্জন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩ ডিসেম্বর ॥ আমতলী খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও যুবলীগ নেতা আব্দুস সোবাহান লিটন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মহিউদ্দিন স্বপনকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় বিচারের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার আমতলী পৌর শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, ও বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচী পালন করেছে। জানা গেছে, আমতলীর খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারী শূন্য পদে নিয়োগের জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান লিটন তারা ঘটনাস্থলে এসে সভাপতির কথামত নিয়োগ দেয়ার জন্য দেশীয় অস্ত্র দিয়ে প্রধান শিক্ষককে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে তারা তার (প্রধান শিক্ষক) কাছ থেকে বিদ্যালয়ের চাবি ছিনিয়ে নিয়ে বিদ্যালয়ের ডেক্স টেবিলের ড্রয়ার খুলতে গেলে প্রধান শিক্ষক এতে বাধা দেন। এ সময় তারা প্রধান শিক্ষককে কিল, ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত করে তার পরিধেয় জামা-গেঞ্জি ছিঁড়ে ফেলে। প্রধান শিক্ষককে আহত করে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সোবাহান লিটন বিদ্যালয়ের ডেক্স টেবিলের ড্রয়ারে বিদ্যালয়ের রক্ষিত থাকা ৮৬ হাজার টাকা ও তার ভাই সান্টু প্রধান শিক্ষকের পকেটে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় বিচারের দাবিতে রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আমতলী পৌর শহরে বিক্ষোভ মিছিল, উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন, নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি পেশ ও উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষা বর্জন করেছে। আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুর রশীদের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার জোসনা, যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, শিক্ষক নিয়াজ মোর্শেদ, দেলোয়ার হোসেন, শাহানাজ পারভীন পলি, শফিউল বাশার প্রমুখ।
×