ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় সমৃদ্ধিতে ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের ভূমিকা রাখতে হবে

প্রকাশিত: ০৫:৩৪, ৪ ডিসেম্বর ২০১৭

জাতীয় সমৃদ্ধিতে ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের ভূমিকা রাখতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সমৃদ্ধির যে সূচনা রচিত হয়েছে, তা এগিয়ে নিতে দক্ষ জনশক্তি হিসেবে ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের অগ্রণী ভূমিকার রাখার আহ্বান জানিয়েছে স্টেপ প্রকল্পের পরিচালক ও সরকারের যুগ্ম সচিব এ বি এম আজাদ। তিনি বলেন, একটি দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত ও টেকসই করার ক্ষেত্রে দক্ষ জনশক্তির বিকল্প নেই। সরকার জাতীয় উন্নয়নে যে মহাপরিকল্পনা গ্রহণ করেছে, সেখানে মানবসম্পদ উন্নয়ন ও তাদের প্রায়োগিক দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। সরকারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেশের জনগোষ্ঠিকে বিশ্ব কর্মজগতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলা। তিনি বলেন, দক্ষ মানবসম্পদক কোন ব্যক্তি বা অঞ্চলের সম্পদ নয়, দেশ ও সমাজের সমষ্টিগত সম্পদ। এ সম্পদ লালন ও চর্চার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করা অপরিহার্য। এ বি এম আজাদ বলেন, সরকার শিক্ষার অগ্রাধিকারে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সরকারের এ প্রচেষ্টা সফলকরণে শিক্ষার্থীর পাশাপাশি এ সেক্টরের শিক্ষক ও উদ্যোক্তাদের দেশপ্রেমের আলোকে কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষাকে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির উর্দ্ধে স্থান দিয়ে এ সেক্টরে বিনিয়োগের মানসিকতা থাকতে হবে। কোনভাবে শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর করা যাবে না। শিক্ষা বাণিজ্যিক পণ্যে পরিণত হলে সেখানে শিক্ষার্থীদের মাঝে দক্ষতা ও জাতীয়তাবোধ সৃষ্টি হয় না। রবিবার ঢাকায় আইডিইবি ভবনে এনপিআই ইঞ্জিনিয়ার্স লিমিটেড পরিচালিত ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই), ঢাকা এবং ইউনিভার্সাল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে ‘জাতীয় সমৃদ্ধিতে পলিটেকনিক গ্র্যাজুয়েটদের ভূমিকা’ শীর্ষক আলোচনা এবং বিভিন্ন টেকনোলজির ৮ম পর্বের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনপিআই, ঢাকার চেয়ারম্যান ইঞ্জি. মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র সভাপতি এ কে এম এ হামিদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব নায়েব আলী ম-ল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী।
×