ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসডিজি অর্জনে ৬ ডিসেম্বর নাগরিক সম্মেলন

প্রকাশিত: ০৫:২০, ৪ ডিসেম্বর ২০১৭

এসডিজি অর্জনে ৬ ডিসেম্বর নাগরিক সম্মেলন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘কাউকে পেছনে রাখা যাবে না’ প্রতিপাদ্য সামনে রেখে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এসডিজি বাস্তবায়ন শীর্ষক সম্মেলন। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সব শ্রেণীপেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী ৬ ডিসেম্বর বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক সম্মেলন। ৭৪ বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত নাগরিক প্ল্যাটফর্ম এ সম্মেলনের আয়োজন করেছে। রবিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আগামী ৬ ডিসেম্বর নাগরিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সমন্বয়ক সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নাগরিক সম্মেলনের মধ্য দিয়ে এসডিজি কার্যক্রমের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া সরকারের সঙ্গে নাগরিক সমাজের সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ় হবে একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর জোরদার হবে বলেও আশা প্রকাশ করা হয় সংগঠনটির পক্ষ থেকে। সম্মেলন উপলক্ষে নাগরিক প্ল্যাটফর্মের সচিবালয় সেন্টার ফর পলিসি ডায়ালগের পক্ষ থেকে সম্মেলনের লোগো এবং ওয়েবসাইট উন্মোচন করা হয়েছে। এবারের সম্মেলনে বাংলাদেশের অনগ্রসর ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হবে। এসডিজির অভীষ্টসমূহের ভিত্তিতে পরিবেশ, অর্থনৈতিক, সামাজিক ও সুশাসন এই চারটি মূল স্তম্ভের ওপর বিষয়ভিত্তিক সমান্তরাল আলোচনা অনুষ্ঠিত হবে। নাগরিক প্ল্যাটফর্মের সঙ্গে বর্তমানে যুক্ত প্রায় ৭০ সহযোগী বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মেলনে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের ভূমিকাও অর্জনের প্রদর্শনী স্টলের আয়োজনে থাকছে। সহযোগী প্রতিষ্ঠান ছাড়াও সম্মেলনে দেশের বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, বিশিষ্ট নাগরিক, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে সহ¯্রাধিক লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। দেবপ্রিয় বলেন, জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২০৩০-এর মূল লক্ষ্য হলো রূপান্তরমুখী, ন্যায় ও অধিকারভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে সার্বিক উন্নয়নের ভাগিদার হবেন সর্বস্তরের জনগণ এবং কেউ পিছিয়ে থাকবেন না। উদ্দিষ্ট পরিবর্তনে প্রয়োজন বিশ্ব সমাজ, রাষ্ট্র, বেসরকারী উন্নয়ন ও ব্যক্তিখাত তথা সচেতন নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ। এ বোধে উদ্দীপ্ত হয়ে প্রতিষ্ঠিত হয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ। সরকারের উদ্যোগী ভূমিকার পাশাপাশি এই নাগরিক প্ল্যাটফর্ম সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ, জনসচেতনতা সৃষ্টি এবং এসডিজি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নাগরিক প্ল্যাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্যকে নতুন উচ্চতায় নিতে জাতীয় নাগরিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের ভেতর দিয়ে এসডিজি সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের সুযোগ সৃষ্টি এবং সরকারের সঙ্গে নাগরিক সমাজের সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ়তর হবে।
×