ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৬:১৬, ২ ডিসেম্বর ২০১৭

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

(পূর্ব প্রকাশের পর) একাদশ অধ্যায় প্রস্তুতি-১, বহুনির্বাচনী-৩০ ১৬। গারোরা বাস করে- ময়মনসিংহ (রর) শেরপুর (ররর) গাজিপুর। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর। ১৭। গারো,হাজং,কোচ উপজাতিরা কোথায় বাস করে ? (ক) সিলেট (খ) বান্দরবন (গ) চিটাগাং (ঘ) ময়মনসিংহ। ১৮। আঞ্জি কী ? (ক) পোশাক (খ) উৎসব (গ) খাদ্য (ঘ) বাসা। ১৯। সাংসারেক কাদের আদিধর্ম ? (ক) গারোদের (খ) মারমাদের (গ) রাখাইনদের (ঘ) চাকমাদের। ২০। নিচের কোন উপজাতিগুলো খ্রিষ্টান ধর্মাবলী? চাকমা (রর) গারো (ররর) সাঁওতাল। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর। ২১। নিচের কোন নৃগোষ্ঠী ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে পাগরি পড়ে ? (ক) চাকমা (খ) মারমা (গ) সাঁওতাল (ঘ) রাখাইন। ২২। বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কী? (ক) গারো (খ) রাখাইন (গ) চাকমা (ঘ) সাঁওতাল। ২৩। মারমা শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দটি থেকে? (ক) মারিমা (খ) ¤্রাইমা (গ) মুরিমা (ঘ) মারমিয়া। ২৪। চাতোই প্রু মারমা ভারতের মেঘালয়ে বেড়াতে গিয়েছিল। সেখানে সে বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিসত্তার লোকের সাথে দেখা করতে পারে? (ক) গারো (খ) ¤্রাে (গ) চাকমা (ঘ) মারমা। ২৫। মারমারা বর্ষবরণ উপলক্ষে উদযাপন করে কোন উৎসব ? (ক) বিজু (খ) পিঠা (গ) সাংগ্রাই (ঘ) ঝিকা নাচ। ২৬। চাকমা সমাজে রাজার পদটি নির্ধারিত হয় কীভাবে ? (ক) নির্বাচনের মাধ্যমে (খ) বংশানুক্রমানুসারে (গ) পঞ্চায়েতের মাধ্যমে (ঘ) গোত্রভিত্তিক। ২৭। মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা কোন অঞ্চলে বাসবাস করে ? (ক) সিলেট (খ) চট্টগ্রাম (গ) বান্দরবন (ঘ) ময়মনসিংহ। ২৮। মারমারা কোন ধর্মের অনুসারী ? (ক) ইসলাম (খ) হিন্দু (গ) খ্রিষ্টান (ঘ) বৌদ্ধ । ২৯। ’থামি’ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাকের নাম ? (ক) মারমা ছেলেদের (খ) মারমা মেয়েদের (গ) চাকমা মেয়েদের (ঘ) সাাঁওতাল ছেলেদের। ৩০। বাংলাদেশে রাখাইনরা কোন ধর্মাবলীর ? (ক) ইসলাম (খ) হিন্দু (গ) বৌদ্ধ (ঘ) খ্রিষ্টান। উত্তর ঃ ১৬(ঘ), ১৭(ঘ), ১৮(ক), ১৯(ক), ২০(খ), ২১(ঘ), ২২(ক), ২৩(খ), ২৪(ক), ২৫(গ), ২৬(খ), ২৭(ক), ২৮(ঘ), ২৯(খ), ৩০(গ)।
×