ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ জানুয়ারির মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

প্রকাশিত: ০৪:৪০, ২ ডিসেম্বর ২০১৭

১০ জানুয়ারির মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ আগামী ১০ জানুয়ারির মধ্যে ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। ডাকসু নির্বাচনের দাবিতে তারা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী অবস্থান কর্মসূচীও পালন করেছে। শুক্রবার বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচী পালনকালে জোট নেতারা এই ঘোষণা দেন। এতে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন ও বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা-কর্মীরা অংশ নেন। অবস্থান কর্মসূচীতে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ^বিদ্যালয় শাখা সভাপতি তুহিন কান্তি দাস বলেন, হাইকোর্ট ছয় মাসের মধ্যে সিনেট পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছে। আগামী বছরের ১০ জানুয়ারি হাইকোর্টের সেই নির্দেশের তিন মাস পূর্তি হবে। ডাকসু নির্বাচনের তিন মাস পূর্বে তফসিল ঘোষণা করতে হয়। এজন্য আমরা আগামী ১০ জানুয়ারির মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানাচ্ছি। অবস্থান কর্মসূচী থেকে ডাকসুর নির্বাচন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বাসভবনের সামনে অনশনরত ওয়ালিদ আশরাফের সঙ্গে প্রশাসনের কোন যোগাযোগ না করার নিন্দা জানানো হয়। প্রসঙ্গত, গত শনিবার হতে ওয়ালিদ আশরাফ নামের বিশ^বিদ্যালয়ের সান্ধ্যকালীন এক ছাত্র ডাকসুর নির্বাচন দাবিতে অনশন শুরু করে। তার অনশন এখনও অব্যাহত রয়েছে। তার সঙ্গে বিভিন্ন সময় বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, এবং শিক্ষকরা সংহতি প্রকাশ করলেও বিশ^বিদ্যালয় প্রশাসনের কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি।
×