ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাত জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

প্রকাশিত: ০৪:২৫, ২ ডিসেম্বর ২০১৭

সাত জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

জনকণ্ঠ ডেস্ক ॥ শুক্রবার স্মার্ট এনআইডি বিতরণ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে সাত জেলায় বিতরণ করা হয়। এ সময় জেলার গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের হাতে কার্ড তুলে দেয়া হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাদতাদের। বগুড়া শুক্রবার বগুড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বগুড়ার বিশিষ্ট ১১ ব্যক্তির হাতে স্মার্ট এনআইডি তুলে দিয়ে এই কাজের উদ্বোধন করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আগারগাঁও নির্বাচন ভবন থেকে কেন্দ্রীয়ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন। বগুড়ায় প্রথম এই কার্ড গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ড. রফিকুল ইসলামসহ পদস্থ কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। ১ ডিসেম্বর ২০১৭ থেকে ২৫ জানুয়ারি ২০১৮ পর্যন্ত বগুড়া পৌরসভা এলাকা ও সদর উপজেলায় এই স্মার্ট এনআইডি বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে পৌরসভা ও সদর উপজেলার প্রায় ৩ লাখ ৮১ হাজার জন এই কার্ড পাচ্ছেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, বগুড়ায় ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যারা নির্বাচন কমিশনের তালিকাতুক্ত হয়েছেন তারাই স্মার্ট এনআইডি কার্ড পাবেন। স্মার্ট কার্ড নেয়ার সময় পুরাতন এনআইডি কার্ড জমা দিতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে যারা এনআইডি কার্ডের ছবি তুলছেন তারাও স্মার্ট কার্ড পাবেন। তাদের কাছে ফরম পূরণের যে প্রাপ্তি স্বীকারপত্র দেয়া হয়েছে তা প্রদর্শন করতে হবে। তবে যারা নতুন ভোটার হয়েছেন তারা আপাতত স্মার্ট কার্ড পাবেন না। বাগেরহাট স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মামুন-উল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। এ সময় বিশিষ্ট নাগরিকদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন মল্লিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট পারভীন আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, সম্পাদক বাকী তালুকদার, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন বক্তব্য দেন। পঞ্চগড় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের অফিস সম্মেলন কক্ষে সদর উপজেলার নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করে জেলা নির্বাচন অফিস। শুক্রবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর হাতে স্মার্ট জাতীয় পরিয়পত্র তুলে দেয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক অমল কৃষ্ণ ম-লের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। নড়াইল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াসকে কার্ড দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। এ সময় পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ^াস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জজ কোর্টের প্রসিকিউটর অচিন কুমার চক্রবর্তী, পাবলিক প্রসিকিউটর এমদাদুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রথম পর্যায় সদর উপজেলায় ৩ ডিসেম্বর থেকে এ কার্ড বিতরণ শুরু করা হবে। কার্ড বিতরণ কার্যক্রম মার্চ ২০১৮ পর্যন্ত চলবে। কুড়িগ্রাম স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। শুক্রবার সকালে পৌরসভা হলরুমে জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলীর হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে পৌর মেয়র আব্দুল জলিলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, ইউএনও আমিন আল পারভেজ প্রমুখ। ঝালকাঠি ঝালকাঠি পৌরসভাসহ সদর উপজেলায় কার্ড বিতরণ করা হবে। জেলা প্রশাসক হমিদুল হক আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেছেন। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে সকাল ৯টায় জেলা নির্বাচন অফিসার সোহেল সামাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের জেলা প্রশাসক হামিদুল হক প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহামুদ হাসান। বরগুনা সদর উপজেলায় জাতীয় পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। শুক্রবার মহান বিজয়ের মাসকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার প্রথম শ্রেণীর ২২ নাগরিকদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হয়েছে। শুরুতেই বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হাতে তার নিজের স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ার মধ্য দিয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোখলেছুর রহমান উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা নির্বাচন অফিসার মোঃ দুলাল তালুকদার।
×