ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ই-কমার্স বিষয়ে সরকারের অবস্থান ঘোষণার দাবি

প্রকাশিত: ০৫:৪৬, ১ ডিসেম্বর ২০১৭

ই-কমার্স বিষয়ে সরকারের অবস্থান ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে ইন্টারনেটভিত্তিক বাণিজ্য চালু করার ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বার্থ সুরক্ষায় নীতিমালা প্রণয়ন এবং ই-কমার্স নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন উপলক্ষে সরকারের অবস্থান ঘোষণার দাবি জানিয়েছে অধিকারভিত্তিক নাগরিক সমাজ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ই-কমার্স ও অভ্যন্তরীণ সুরক্ষা ঃ বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে এ দাবি জানান বক্তারা। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরকত উল্লাহ মারুফ। তিনি উল্লেখ করেন, ই-কমার্স বিষয়ে আলোচনার সুযোগ ছিল ১৯৯৮ সালের একটি বিধানে। কিন্তু ধনী দেশগুলো চায় আলোচনার সুযোগ বন্ধ করে দিয়ে দ্বিপক্ষীয় সমঝোতা ও আইনী বাধ্যবাধকতা প্রতিষ্ঠা করতে। তারা চায় কর, শুল্কসহ সরকারী নিয়ন্ত্রণ না থাকুক। আফ্রিকা ও সল্পোন্নত দেশগুলো এই প্রস্তাবের বিরোধিতা করছে। কারণ এই ধরনের আয়োজন বিশ্বজুড়ে ভোক্তাদের স্বার্থক্ষুণœ করবে এবং তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা হুমকির মুখে পড়বে। তাই বাংলাদেশ সরকারকে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশের উদ্যোক্তাদের সহযোগিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ইকোনোমিক এ্যাসোসিয়েশনের সদস্য আসজাদুল কিবরিয়া বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার উচিত নয় বাণিজ্য ও বিনিয়োগ, রুলস অব অরিজিন এবং কার্যকর বাণিজ্য সুবিধাবিষয়ক আলোচনা থেকে সরে আসা। কারণ এই বিষয়গুলো সল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই দরকারি। বিশ্ব বাণিজ্য সংস্থার আসন্ন সম্মেলনে বাংলাদেশকে জোরালো ভূমিকা পালন করতে হবে। জাতীয় শ্রমিক জোটের ড. মেসবাহ উদ্দিন বলেন, কারিগরি নানা সঙ্কটের মধ্য দিয়েই ই-কমার্স এগিয়ে চলছে। কিন্তু বাজার ব্যর্থতা নিরসন বা ভোক্তার স্বার্থ রক্ষায় সরকারের ই- কমার্স বিষয়ে কার্যকর কোন নীতিমালা নেই। এছাড়াও সম্মেলনে আরও বক্তব্য রাখেন ডিসিসিআইের পরিচালক ফজলুল করিম, লেবার মুভমেন্ট ফোরামের আবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
×