ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আয়কর দিবস পালন

প্রকাশিত: ০৪:১৯, ১ ডিসেম্বর ২০১৭

রাজশাহীতে আয়কর দিবস পালন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আয়কর দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী কর অঞ্চলের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে কর ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। শোভাযাত্রায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্কাউট দল ও বিভিন্ন শ্রেণীর লোকজন অংশগ্রহণ করেন। এর আগে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হোসেন বাদশা বলেন, আমরা যদি সকলেই আয়কর দিই তাহলে দেশ এগিয়ে যাবে। আমাদের দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের জীবন মান উন্নয়ন ঘটবে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন করতে হলে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলতে হবে, তাহলেই দেশের উন্নয়ন সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশে সভাপতিত্ব করেন কর কমিশনার ড. খন্দকার ফেরদৌস আলম। এ সময় রাজশাহী কর আপীল অঞ্চলের কমিশনার সুনীল কুমার সাহা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোয়াজ্জেম হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট কে এম ইলিয়াস প্রমুখ বক্তব্য দেন। মাগুরায় ৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরায় ৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। পাট শিল্পের উন্নয়নের পাশাপাশি পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কালেকটরেট মাঠে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ২৫টি স্টলে পাটজাত পন্য প্রর্দশিত ও বিক্রয় হচ্ছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রথমদিনে মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে। বুধবার রাতে মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতিকুর রহমান, ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের কর্মকর্তা অধরা বসু, জাতীয় মহিলা সংস্থার মাগুরার চেয়ারম্যান নাজমা পারভীন প্রমুখ। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার এর আয়োজন করেছে। মহিমাগঞ্জে রংপুর চিনিকলে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩০ নবেম্বর ॥ গত ১০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে চলা রাষ্ট্রায়ত্ত সেক্টরের চারটি শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ ঘোষিত জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর শেষ দিনে বৃহস্পতিবার গাইবান্ধার মহিমাগঞ্জের রংপুর চিনিকলে গেট মিটিং, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। সকালে চিনিকলের প্রধান ফটকের সামনে সকল স্তরের শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এসএম জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় গেট মিটিং। বক্তারা অবিলম্বে সর্বনিম্ন ৮ হাজার ৭শ’ ৫০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫শ’ টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে ১ জুলাই, ২০১৫ থেকে কার্যকর, জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানান।
×