ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঘারপাড়ার জহুরপুর ইউপি

পুরনো ভবনের পাশে নতুন ভবন নির্মাণ দাবি

প্রকাশিত: ০৪:০৬, ১ ডিসেম্বর ২০১৭

পুরনো ভবনের পাশে নতুন ভবন নির্মাণ দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের পাশে নতুন ভবন নির্মাণের দাবিতে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছে। এ দাবিতে তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করার পর সরেজমিনে তদন্ত করে পক্ষে প্রতিবেদন দিলেও একটি মহল অন্য স্থানে ভবন করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, সার্বিক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া সত্ত্বেও সেখানে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নতুন ভবন নির্মাণে টালবাহানা করছেন মহলটি। অনুমোদনের পরও মহলটি পুরাতন ভবনের পাশে প্রস্তাবিত ৯০ শতক জমির ওপর না করে বেতালপাড়ার পাশে নতুন ভবন তৈরি করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, ১৯৭৩ সালে এলাকাবাসী ৯০ শতক জমি দেন জহুরপুর ইউনিয়ন পরিষদের জন্য। তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম টিনের চালের নির্মিত দুই কক্ষের পাকা ঘরে প্রথমে অফিস করতেন। জহুরপুর গ্রামে কালীগঞ্জ-বাঘারপাড়া পাকা রাস্তা সংলগ্ন পূর্ব পশ্চিমপাশে ১৯৮০ সালে সরকারীভাবে ভবন তৈরি করা হয়, যেটা এখন পুরাতন ভবন। এ ভবনের কাঠামোগত অবস্থা দুর্বল হয়ে পড়লে ২০০৭ সলে ৩ মে চেয়ারম্যান মোস্তফা কামাল পুরাতন ভবনের পাশে নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেন যা বর্তমান অনুমোদনের জন্য কাগজপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রয়েছে। বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে একমাত্র জহুরপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবন আজও হয়নি। এ কারণে সাবেক চেয়ারম্যান মেম্বারসহ ইউনিয়নবাসীর প্রাণের দাবি ছিল পুরাতন ভবনের পাশে নতুন ভবন নির্মাণ করা। এ ব্যাপারে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ বেগম জানান, এলাকাবাসী দু’ভাগে ভাগ হয়ে আমার কাছে স্মারকলিপি দিয়েছে।
×