ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু আজ

প্রকাশিত: ০৩:৫৯, ১ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর আউটার স্টেডিয়ামে আজ শুক্রবার শুরু হচ্ছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা। তবে বিজয় শিখা প্রজ্বলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১০ ডিসেম্বর। মাসব্যাপী এ মেলায় প্রতিদিনই থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা এবং উদ্দীপনামূলক অনুষ্ঠান। এতে আলোচক হিসেবে উপস্থিত হবেন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বরেণ্য বুদ্ধিজীবী এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজয় মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের মহাসচিব মোঃ ইউনূস। উপস্থিত ছিলেন বিজয়মেলা পরিষদের কো-চেয়ারম্যান বদিউল আলম, অমল মিত্র, আবুল মনসুর, জাহাঙ্গীর চৌধুরী, আবু তাহের, পল্টুলাল সাহা প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে আগামী ১০ ডিসেম্বর বিজয় শিখা প্রজ্ব¡লনের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তবে মেলা শুরু হয়ে যাবে ১ ডিসেম্বর। এবারের বিজয় মেলায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে অনুর্ধ আঠারো বিজয় ফুটবল টুর্নামেন্ট। ৫ ডিসেম্বর লালদীঘি মাঠে নগরীর থানাভিত্তিক এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়া ১১ ডিসেম্বর ‘দূষণমুক্ত কর্ণফুলী চাই’ এবং ‘বন্দর রক্ষায় নিয়মিত ড্রেজিং চাই’ স্লোগানে অনুষ্ঠিত হবে সাম্পান বাইচ প্রতিযোগিতা। অসুস্থতার কারণে এবার মেলা পরিষদের সভাপতি, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে পারেননি আয়োজক পরিষদের নেতৃবৃন্দ। তবে নেতার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। প্রসঙ্গত, ২৮ বছর আগে চট্টগ্রামে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের বিজয় মেলা। পরে এ মেলা ছড়িয়ে পড়ে সারাদেশের জেলা উপজেলায়।
×