ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ভাসান চরে না পাঠাতে এ্যামনেস্টির আহ্বান

প্রকাশিত: ০৭:৪২, ৩০ নভেম্বর ২০১৭

রোহিঙ্গাদের ভাসান চরে না পাঠাতে এ্যামনেস্টির আহ্বান

বিডিনিউজ ॥ কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ভাসানচরে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকারের সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার এক বিজ্ঞপ্তিতে ভাসান চরকে বসবাসের অনুপযোগী ও বন্যাপ্রবণ এলাকা হিসেবে আখ্যায়িত করে সেখানে রোহিঙ্গাদের স্থানান্তরের বিরোধিতার কথা জানায় এ্যামনেস্টি। বিজ্ঞপ্তিতে এ্যামনেস্টির দক্ষিণ এশিয়া পরিচালক বিরাজ পাটনায়েক বলেন, ‘অন্যান্য শরণার্থী ক্যাম্প থেকে বহুদূরে, বন্যাপ্রবণ ও বসবাসের অনুপযোগী একটি দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর করা হলে সেটি হবে একটি ভয়ানক ভুল।’ বিবৃতিতে তিনি বলেন, গত তিন মাসে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিলেও বাংলাদেশ সরকার এখন তাদের নিরাপত্তার বিষয়টি ঝুঁকিতে ফেলছে। একইসঙ্গে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তারা যে সুনাম অর্জন করেছে, তাতেও জল ঢেলে দিচ্ছে।
×