ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দ রশিদ আলম

অসুস্থ নগরী!

প্রকাশিত: ০৪:১৭, ৩০ নভেম্বর ২০১৭

অসুস্থ নগরী!

এক সময় এই ঢাকাকে মসজিদের নগরী বলা হতো। এখন ঢাকা শহরের গলিতে গলিতে ফার্মেসি ও হাসপাতাল গড়ে উঠেছে। তাই ঢাকা শহরকে এখন ফার্মেসী ও হাসপাতাল নগরীও বলা হচ্ছে। ঢাকা শহরে যেখানেই যাবেন সেখানেই দেখবেন কোন পরিকল্পনা ছাড়া রাস্তা কাটা হচ্ছে। কখনও ওয়াসা কখনও বা ডেসকো কখনও বা অন্য কোন প্রতিষ্ঠানের কাজ করার সময় চারপাশে যে পরিবেশ তৈরি হচ্ছে কখনও কোন উন্নত দেশের নাগরিকরা যদি তা না দেখেন তিনি বিশ্বাস করতে চাইবেন না ঢাকা কতটা অপরিচ্ছন্ন ধূলায় ধূসরিত। কোন নগরী এমন হতে পারে! আমাদের প্রাণের ঢাকা নগরী। স্কুলের ছেলেমেয়েরা যখন সকাল বেলায় তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যায় তখন দেখা যায় প্রত্যেকেই শ্বাসজনিত কষ্টে ভুগছে। অর্থাৎ একটু পর পর তারা গলায় হাত দিচ্ছে, কাশি দিচ্ছে। এটা স্বাভাবিক কোন কাশি নয় মূলত ধুলা ও যানবাহনের যে বিষাক্ত ধোঁয়া এটা তারই পরিণাম। মিরপুর-১০ নম্বর গোলচক্কর থেকে মিরপুর-১২ নম্বর, মিরপুর-১ নম্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, কলাবাগান, মগবাজার, মালিবাগ, মৌচাকসহ যেখানেই যাবেন এই ভয়াবহ সমস্যা দেখতে পাবেন। ঢাকার দুটি সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল ঢাকাবাসীকে ধূলা-দূষণ মুক্ত পরিবেশ উপহার দেওয়া কিন্তু সেটা তারা করতে পারেননি। পরিচ্ছন্ন কর্মীরাও যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছেন না। এর ফলে শিশু থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ছেন। নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখার কারণে যানজট হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর ধুলাবালি তৈরি হচ্ছে যার ফলে ঢাকা শহরের প্রায় সবাই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। ঢাকার নগরবাসী সিটি কর্পোরেশনকে নিয়মিতভাবে কর দিচ্ছেন। কিন্তু সিটি কর্পোরেশনটি করদাতাদের জন্য কি করছেন? ঢাকাবাসী এই অসুস্থ নগরী থেকে একটি সুস্থ নগরীতে বসবাসের সুযোগ কবে যে পাবেন। ঢাকার দুই সিটি কর্পোশেনের সম্মানিত মেয়র মহোদয়ের কাছে আমাদের অনুরোধ ঢাকাবাসীকে ধুলাবালি থেকে বাঁচান। যেটুকু জায়গা পাওয়া যায় সেখানে বৃক্ষরোপণ করা যেতে পারে। এর ফলে বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যাবে। ঢাকাবাসীকে মৃত নগরীতে পরিণত করা থেকে বাঁচাতে হবে। ঢাকা শহরকে ধুলাবালি মুক্ত রাখতে হবে। এই দায়িত্বটা ঢাকা সিটি কর্পোরেশনের একই সঙ্গে ঢাকা ওয়াসা ও ডেসকোরও তাই তাদের আরও দায়িত্বশীল হওয়ার বিকল্প নেই। মিরপুর, ঢাকা থেকে
×