ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচলে স্বাভাবিক

প্রকাশিত: ১৮:১৪, ২৯ নভেম্বর ২০১৭

শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচলে স্বাভাবিক

অনলাইন রিপোর্টার ॥ হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বিমান ওঠানামা সাময়িকভাবে বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এর আগে আজ বুধবার সকাল থেকে একাধিক ফ্লাইট ঢাকার আকাশে বার বার চক্কর দিয়ে অবতরণে ব্যর্থ হয়। ঠিক তেমনিভাবে ব্যাহত হয় উড্ডয়নও। শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। একইভাবে সিঙ্গাপুর থেকে রওনা হওয়া ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রামে। মৌসুমের প্রথম কুয়াশায় এমন বিপর্যস্ত অবস্থার বিষয়ে সিভিল এভিয়েশনের ডিউটি সিকিউরিটি অফিসার মো. ফরিদ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৬টা থেকে সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়। তবে এখন রোদ ওঠার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বুধবার হঠাৎই কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে উল্লেখ করেন তিনি।
×