ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পঞ্চগড় মুক্ত দিবস আজ

প্রকাশিত: ০৫:৪২, ২৯ নভেম্বর ২০১৭

পঞ্চগড় মুক্ত দিবস আজ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ২৯ নবেম্বর ১৯৭১ সালের এই দিনে পঞ্চগড় পাক হানাদার বাহিনী মুক্ত হয়। এই অঞ্চলটিতে একাধিক সম্মুখ ও গেরিলা যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে পর্যুদস্ত করে পঞ্চগড়কে মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশের মধ্যে প্রথম পঞ্চগড় হানাদারমুক্ত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে সকালে পঞ্চগড় সার্কিট হাউসে স্থাপিত বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পন করে বিজয় র‌্যালি নিয়ে স্বাধীনতা স্তম্ভ ও বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পন শেষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল অফিসে আলোচনাসভা ও মিলাদ মাহফিল। পরে বিকেলে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তানী হানাদার বাহিনী পঞ্চগড় দখলে নিয়ে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালায়। হানাদার বাহিনীর নির্মম নির্যাতন ও অমানবিক কর্মকা-ে স্থানীয় লোকজন ঘর ছেড়ে নিরাপদ জায়গায় আবার কেউ কেউ ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়।
×