ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অশ্বিনের চোখে ৬শ’ উইকেটের স্বপ্ন

প্রকাশিত: ০৫:২৮, ২৯ নভেম্বর ২০১৭

অশ্বিনের চোখে ৬শ’ উইকেটের স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ নাগপুর টেস্টে দ্রুত ৩০০ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সাদা পোশাকে মাত্র ৫৪ ম্যাচে মাইলস্টোন ছুঁয়ে অসি-গ্রেট ডেনিস লিলিকে (৫৬ টেস্ট) ছাড়িয়ে গেছেন। অভিজাত ঘারনার কুলিন ক্রিকেটে অন্তত ৬০০ শিকারই ভারতীয় অফ স্পিনারের স্বপ্ন, ‘আমি সত্যিই আশাকরি, এই ৩০০ উইকেটকে দ্বিগুণ করতে পারব। মাত্র তো ৫০টার মতো টেস্ট খেলেছি।’ সংবাদ মাধ্যমকে বলেন অশ্বিন। স্পিন বোলিংটা সহজ নয় বলেই মনে করেন এই অফ স্পিনার, ‘স্পিন বোলিং করা সহজ ব্যাপার নয়, দেখে মনে হতে পারে শুধু আস্তে আস্তে হাঁটছেন। কিন্তু এটার পেছনে অনেক কিছু আছে। আমি আর জাড্ডু (রবীন্দ্র জাদেজা) মিলে অনেক ওভার বোলিং করেছি। বিরতিটা সাহায্য করেছে, আমি এখন তুলনামূলকভাবে অনেক বেশি নবীন।’ ভারতের সর্বশেষ তিনটি ওয়ানডে ও টি২০ সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল অশ্বিন ও জাদেজাকে। এ সময় তিনি শুধু টেস্ট খেলেছেন। বিরতিটা তার দরকার ছিল বলেই মনে করছেন ৩১ বছর বয়সী স্পিনার, ‘বিভিন্ন বিরতিতে আমি কাজ করেছি এবং এখন আমরা সফর করছি। আমি মনে করি, এই বিরতিটা আমার জন্য দরকার ছিল। গত কয়েক বছরে এটাই সবচেয়ে দীর্ঘ বিরতি ছিল। কিন্তু ওরচেস্টারে (কাউন্টি ক্রিকেটে) আমার ভাল সময় কেটেছে এবং আমি অনেক কিছু শিখেছি।’ ১৯৮১ সালের ২৭ নভেম্বর টেস্টে দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ড গড়েছিলেন ডেনিস লিলি। ৩৬ বছর পর আরেকটি ২৭ নভেম্বর সেই রেকর্ড হারালেন লিলি! নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট (ম্যাচে ৮) নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসারকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম ৩০০ উইকেটের নতুন রেকর্ড গড়েন অশ্বিন। কলকাতায় বৃষ্টিবিঘিœত প্রথম টেস্ট ড্র হয়। নাগপুরে ইনিংস ও ২৩৯ রানের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে যায় ভারত। অশ্বিনের রেকর্ড ৩০০ শিকারের ম্যাচে অবশ্য দুরন্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন বিরাট কোহলি (২১৩)। ভারত অধিনায়ক বলেন, ‘ভুবি গত কয়েক মাসে ভারতের হয়ে অনেক ক্রিকেট খেলেছে। ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব হয়তো দেশের হয়ে সে রকম খেলেনি, কিন্তু ঘরোয়া ক্রিকেটে প্রচুর খেলছে। যেটা ছন্দ ধরে রাখার জন্য খুব প্রয়োজনীয়।’ নাগপুরে স্পিনাররা ভাল বল করলেও ইশান্ত শর্মারও প্রশংসা করেন অধিনায়ক। ম্যাচে ৬ উইকেটে ৬১০ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। কোহলি ছাড়া সেঞ্চুরি পেয়েছেন মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা ও রোহিত শর্মা। শিখর ধাওয়ান ব্যক্তিগত বিশ্রামে থাকায় পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেছেন বিজয়। ২ ডিসেম্বর দিল্লীতে শুরু সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট। এরপর ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকবেন অধিনায়ক কোহলি। গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সফরে আরও চাঙ্গা হয়ে উঠতে এমন পরিকল্পনা। কোহলি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের এই মানসিকতাটাই দেখাতে হবে। তাই সে রকমভাবেই খেলার চেষ্টা করেছি।’ অধিনায়ক পরিষ্কার বলে দিচ্ছেন, দক্ষিণ আফ্রিকা সফরের আগে আলাদা করে প্রস্তুতির সময় পাওয়া যাবে না বলে তারা এই শ্রীলঙ্কা সিরিজটাই বিদেশ সফরের প্রস্তুতি, ‘আমাদের হাতে সময় নেই। তাই যা করার এই সিরিজেই করে নিতে হবে।’
×