ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সখীপুরে তালাক বাড়ছে

প্রকাশিত: ০৫:১৩, ২৬ নভেম্বর ২০১৭

সখীপুরে তালাক বাড়ছে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৫ নবেম্বর ॥ সখীপুরে স্ত্রী কর্তৃক তালাকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত এক বছরে ৫৪০ বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। এর আগে ২০১৫ সালে ৫০৫, ২০১৪ সালে ৪২৫ ও ২০১৩ সালে ৩৫৬টি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। সখীপুর পৌরসভার চারটিসহ উপজেলার ১২টি ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রি কার্যালয়ের নিবন্ধন বই থেকে এ তথ্য পাওয়া গেছে। অন্যদিকে ২০১৬ সালে উপজেলার ১২টি নিকাহ্ রেজিস্ট্রি কার্যালয়ে মোট ৭৬৫টি বিয়ে রেজিস্ট্রি করা হয়েছে বলে সংশিষ্ট সূত্রে জানা যায়। সমাজ পরিবর্তনের প্রভাব, বাল্যবিবাহ, স্ত্রীর প্রতি স্বামীর উদাসীনতা, পরকীয়া, স্বামী প্রবাসে থাকা, শ্বশুর-শাশুড়ির নির্যাতন, স্বামীর মাদকাসক্তি, যৌতুক, নারীর সচেতনতা ও আত্মমর্যাদা বৃদ্ধিসহ নানান কারণে স্বামী-স্ত্রীর বিচ্ছেদের ঘটনা ঘটছে বলে অনুসন্ধান তথ্যে জানা গেছে। বিগত ২০১৬ সালে উপজেলার কাকড়াজান ইউনিয়নে ৮০, কালিয়া ইউনিয়নে ১১৬, বহুরিয়া ইউনিয়নে ২৮, হাতীবান্ধা ইউনিয়নে ৪১, যাদবপুর ইউনিয়নে ৬৬, গজারিয়া ইউনিয়নে ৩৬, বহেড়াতৈল ইউনিয়নে ৩১, দাঁড়িয়াপুর ইউনিয়নে ২০ ও পৌরসভায় চারটি কার্যালয়ে ১২২টি বিবাহবিচ্ছেদ নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে স্বামী কর্তৃক স্ত্রীকে সাত, স্ত্রী কর্তৃক স্বামীকে ২৭৩ ও ছেলে-মেয়েপক্ষের সমঝোতার মাধ্যমে ২৬০টি বিয়ের তালাক নিবন্ধন করা হয়েছে। উপজেলার ১২টি কাজীর কার্যালয় ঘুরে এমনই চিত্র পাওয়া গেছে। একাধিক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্বামী বিদেশ যাওয়ার পর খরচ না দেয়াসহ কোন খোঁজখবর না নেয়ায় বাধ্য হয়ে দীর্ঘদিন অপেক্ষার পর স্বামীকে তালাক দিয়েছি।
×