ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজি ধরে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি

প্রকাশিত: ০৪:৩০, ২৬ নভেম্বর ২০১৭

বাজি ধরে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি

বর্তমান বিশ্বের প্রযুক্তি জগতের প্রবাদপুরুষ ধরা হয় টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ককে। তবে এবার আলোচনায় এলেন বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি বানিয়ে। ১০০ মেগাওয়াটের বিশাল এই লিথিয়াম আয়ন ব্যাটারি এলান মাস্ক বানিয়েছেন বাজি ধরে, মাত্র ১০০ দিনে। সাউথ অস্ট্রেলিয়ান রাজ্য সরকারের তহবিল নিয়ে বানানো বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি রাজ্যের নবায়নযোগ্য শক্তি বা রিনিউএ্যাবল এনার্জি প্রকল্পের অংশ। কয়েকদিনের ভেতর এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। যদি তা সফল হয় তবে ডিসেম্বরের ১ তারিখ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এলান মাস্কের এই বাজি ছিল বিশ্বের আলোচিত বাজির একটি। কেননা, তিনি বলেছিলেন, তিনি যদি ১০০ দিনে এটা বানাতে না পারেন তবে এটা বানানোর বিল ৫০ মিলিয়ন ইউএস ডলার ফেরত দেবেন এবং তিনি তা সাফল্যের সঙ্গেই পেরেছেন। গত সেপ্টেম্বরে সাউথ অস্ট্রেলিয়া ব্ল্যাক আউট হলে অস্ট্রেলিয়ান রাজ্য সরকার তাদের পাওয়ার সিস্টেমে ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নেয়। এটা তারই একটা অংশ। সেপ্টেম্বরের সেই ‘অন্ধকার’ রাত যাতে আর ফিরে না আসে তাই রাজ্য সরকার ব্যাপক উদ্যোগ নেয়। প্রায় ৯০টি প্রতিষ্ঠানের সঙ্গে বিড করে টেসলর এই প্রকল্প পায়। এই প্রকল্প থেকে দক্ষিণ অস্ট্রেলিয়ার জাতীয় গ্রিডে বিদ্যুত যাবে এবং তা প্রায় ৩০ হাজার বাড়িতে সরবরাহ করবে। মাত্র ১০০ দিনে ১০০ মেগাওয়াট বিদ্যুতের ব্যবস্থা সত্যি বিস্ময়কর। -ইয়াহু নিউজ
×