ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ঢাবির ৩ ছাত্রসহ আটক ৬

প্রকাশিত: ০৪:২৯, ২৬ নভেম্বর ২০১৭

বরিশালে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ঢাবির ৩ ছাত্রসহ আটক ৬

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল বিশ^বিদ্যালয়ের (ববি) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন ‘গ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টার অভিযোগে ঢাকা বিশ^বিদ্যালয়ের তিন ছাত্রসহ ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দুপুরে নগরীর ডিবি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন এসব তথ্য জানিয়েছেন। সূত্রমতে, এর আগে শনিবার সকাল সাতটায় পরীক্ষা শুরুর আগেই নগরীর বাংলাবাজার এলাকার আরশেদ আলী গলির নাহার ম্যানশন থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে প্রশ্নপত্র ফাঁসের ব্যবহৃত ইলেক্ট্রনিক্স ডিভাইস। আটকরা হলো ঢাকা বিশ^বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সিআইডির তালিকাভুক্ত ঢাকা বিশ^বিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোঃ মারুফ হোসাইন মারুফ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ আলমগীর শাহীন, গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোঃ মাহামুদুল হাসান আবিদ। ঢাকা বিশ^বিদ্যালয়ের আটক তিনজনই অমর একুশে হলের ছাত্র। অপর তিনজন হলো গলাচিপা ডিগ্রী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোঃ সাব্বির আহমেদ প্রিতম, মোহাম্মদপুর ডিগ্রী কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র মোঃ রাকিব আকন ও বরিশাল বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুয়ীদুর রহমান। আটকদের মধ্যে মোঃ মারুফ হোসাইন মারুফের বাড়ি যশোরে এবং অপর পাঁচজনের বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায়। দুপুরে নগরীর ডিবি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন জানান, বরিশাল বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুয়ীদুর রহমান প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতাদের বরিশালে এনে তার ভাড়া বাসায় রাখে। এ সময় আটকদের কাছ থেকে পাঁচটি ইলেক্ট্রো ম্যাগনেটিক ব্লুটুথ ইন্ডাকসন (ইয়ারফোন), পাঁচটি টিএমটি কার্ড ইলেক্ট্রোনিক্স ডিভাইস, ১৩টি সিমসহ ১১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বাংলাদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এরা সূক্ষ্ম ডিভাইসের মাধ্যমে পরীক্ষার প্রশ্ন বাইরে বলা এবং বাইর থেকে উত্তর বলে দেয়ার ব্যবস্থা করে থাকে।
×