ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব টেলিভিশন দিবসে আয়োজন

প্রকাশিত: ০৬:৪২, ২৩ নভেম্বর ২০১৭

বিশ্ব টেলিভিশন দিবসে আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে ব্রডকাস্ট প্রডিউসার্স এ্যাসোসিয়েশন (বিপিবি) ও টেলিভিশন প্রোডিউসার্স এ্যাসোসিয়েশন-টিপিএএর উদ্যোগে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এবং একুশে টেলিভিশনের সামনে এক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রেসক্লাবের সামনে র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান। র‌্যালি সমাবেশে উপস্থিত ছিলেন বিপিএ সভাপতি শামসুদ্দীন হায়দার ডালিম সহ-সভাপতি কাজী নাজমুল আলম তাপস, সাধারণ সম্পাদক নূর সাফা জুলহাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব সুমন, অর্থ সম্পাদক স্বীকৃতি প্রসাদ বড়–য়া, সাংগঠিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, দফতর সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, প্রচার সম্পাদক আবুল হোসেন খোকন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল হক, অনুষ্ঠান সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ খান, নির্বাহী সদস্য ইকবাল আহমেদ খোকন, মোঃ তানভীর আহমেদ ও সদস্য জহিরুল ইসলাম। এদিকে একুশে টেলিভিশনের সামনে থেকে টিপিএর আনন্দ র‌্যালি বিএফডিসি পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। পরে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
×