ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নূর চৌধুরীকে ফেরাতে রাতারাতি অগ্রগতি হবে না ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪২, ২১ নভেম্বর ২০১৭

নূর চৌধুরীকে ফেরাতে রাতারাতি অগ্রগতি হবে না ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন প্রধান বিচারপতি কবে নিয়োগ দেয়া হবে তা রাষ্ট্রপতিই জানেন। বঙ্গবন্ধু হত্যা মামলার দ-প্রাপ্ত খুনী কানাডায় পালিয়ে থাকা নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে রাতারাতি অগ্রগতি হবে না জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।’ সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফন্টেইনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার দ-প্রাপ্ত খুনী নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছি কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সঙ্গে নিশ্চয়ই এ বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। এ বিষয়ে ওনাদের (কানাডা) পক্ষ থেকে কিছু সমস্যা তো আছেই, সমস্যা তিনি তুলে ধরেছেন। আমরাও বলেছি এটা নিয়ে আলাপ করতে হবে। আমি বলেছি, সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার একটা দায়িত্ব রয়েছে।
×