ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৩:৩৮, ২১ নভেম্বর ২০১৭

 টু ক রো  খ ব র

হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২০ নবেম্বর ॥ ভোলা সরকারী কলেজের অনার্স (বিবিএ) ৪র্থ বর্ষের ছাত্র শরিফুল ইসলামকে ইলিশা তদন্ত কেন্দ্রের এএসআই খলিল কর্তৃক অমানুষিক নির্যাতন, টাকা ছিনতাই ও মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। সোমবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পুলিশ সুপার মোকতার হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাহাঙ্গির আলম শরীফ, শুভ, আরিফ হোসেন, তানজিল ইসলাম, নয়ন হোসেন, দেলোয়ার ও সুমন। এসময় শিক্ষার্থীরা বলেন,গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন ভোলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র শরিফুল ইসলাম ওই কেন্দ্রের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় কেন্দ্রে ডিউটিতে থাকা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই খলিল কলেজ শিক্ষার্থী শরিফকে ডাক দিয়ে দাঁড় করায়। পরে তাকে কোন কিছু না বলে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এক পর্যায়ে তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরাও তাকে চড়থাপ্পড় মারে। এবং তার পকেটে থাকা বিশ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। তাকে মারধরের কারণ জানতে চাইলে এএসআই খলিল তাকে চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি দেয়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বয়লার বিস্ফোরণে মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২০ নবেম্বর ॥ বয়লার বিস্ফোরণে দগ্ধ নারী শ্রমিক হাবি খাতুন (৫০) মারা গেছেন। রবিবার রাতে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ওই দিন সন্ধ্যায় খাজানগর- দোস্তপাড়া ম-ল রাইচ মিলে এ দুর্ঘটনা ঘটে। হাবি খাতুন দৌলতপুর উপজেলার চরভবানিপুর গ্রামের মহাম্মদ আলীর স্ত্রী। অস্ত্রসহ গ্রেফতার এক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে সোমবার দুপুরে ৩টি পিস্তুল, ৬টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার নামো কালিগঞ্জ গ্রামের মোস্তাকিম ওরফে বাবু। পুলিশ জানান, অস্ত্র কেনা-বেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে উপর কালিগঞ্জ গ্রামের রাস্তার ওপর থেকে অস্ত্র ব্যবসায়ী মোস্তাকিন বাবুকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৩টি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগাজিন জব্দ করে পুলিশ। ৪ কেজি হেরোইন উদ্ধার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সদর উপজেলার হাকিমপুর ঘাট এলাকা থেকে রবিবার রাতে ৪ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের এএসপি (হেড কোয়ার্টার) আব্দুল হাই সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাকিমপুর এলাকায় রবিবার রাত ১০টার দিকে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ওই ব্যাগ তল্লাশি করে ৪ কেজি ১০০ গ্রাম হোরোইন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১০লাখ টাকা। আগুনে পুড়ল ১৩০ টন ঝুট কাপড় স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলা শহরের হাড়োয়া আদর্শপাড়ায় অগ্নিকা-ে সাড়ে চার লাখ টাকার ঝুট কাপড় ভস্মীভূত হয়েছে। ঝুট কাপড়ের বাড়ির তত্ত্বাবধায়ক ও জেলা পরিষদ মার্কেটের নৈশপ্রহরী আকবর আলী বলেন, মধ্যরাতে খবর পেয়ে গিয়ে দেখি বাড়ির আঙিনায় থাকা ঝুটে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঝুট ব্যবসায়ী তৌহিদ আযম বলেন, দেওয়ান সাগর আহমেদসহ আমরা ঝুটের ব্যবসা করতাম। উত্তরা ইপিজেড থেকে ছয় দিনে ১৩ ট্রাকে ১৩০ টন কাপড়, কাগজ ও চামড়ার ঝুট এনে ওই বাড়ির পেছনে গুদাম ঘরে জমা করা হয়েছিল। আলোচিত মাদকসম্রাট গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উত্তর জনপদের মাদকস¤্রাট, এক ডজন মাদক মামলার পলাতক আসামি ফরহাদ সরদার সোমবার বিকেলে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে। তার স্বীকারোক্তিমতে পুলিশ ফরহাদের নিজ বাসা থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ফরহাদ জেলার গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার বাসিন্দা হবিজ সরদারের পুত্র। এর আগে গত ১৬ নবেম্বর দুপুরে ফরহাদ সরদারকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের তিনটি দল চরম বেকায়দায় পড়েছিলেন। ওই সময় ফরহাদ নিজ ঘরের কলাবসিবল গেট আটকে পুলিশকে উদ্দেশ করে বলেছিল তাকে (ফরহাদ) গ্রেফতার করা হলে ঘরের ভেতরে থাকা তার ছোট্ট শিশুকে সে গলাটিপে হত্যা করে নিজে আত্মহত্যা করবে। তার হুমকির মুখে দুপুর থেকে রাত বারোটা পর্যন্ত পুলিশ অবস্থান নিলেও পরবর্তীতে অভিযান স্থগিত করা হয়। গৌরনদী মডেল থানার এসআই জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে টরকী এলাকা থেকে ফরহাদকে গ্রেফতার করা হয়। তিনি জানান, ফরহাদের বিরুদ্ধে গৌরনদীসহ বিভিন্ন থানায় প্রায় একডজন মাদক মামলা রয়েছে।
×