ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

তির্যক সম্মাননায় ভূষিত অভিনয় শিল্পী ফেরদৌসী মজুমদার

প্রকাশিত: ০৫:২০, ২০ নভেম্বর ২০১৭

তির্যক সম্মাননায় ভূষিত অভিনয় শিল্পী ফেরদৌসী মজুমদার

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের নাট্যদল তির্যক। স্বাধীনতা পরবর্তী দেশের নাট্য আন্দোলনের স্রোতধারায় ১৯৭৪ সালে গড়ে ওঠে দলটি। নিরলস নাট্যচর্চায় মঞ্চে এনেছে নানা নিরীক্ষাধর্মী নাটক। সময়ের বহমানতায় প্রতিষ্ঠার ৪৪ বছরে পদার্পণ করেছে নাট্যদলটি। সেই সাফল্যের উদ্্যাপনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো তির্যক নাট্যমেলা। তিন দিনের এ নাট্যমেলার শেষ দিন ছিল রবিবার। সমাপনী আনুষ্ঠানিকতায় তির্যক সম্মাননা প্রদান করা হলো বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদারকে। সন্ধ্যায় শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্যজন আতাউর রহমান। তির্যক নাট্যদলের কর্ণধার আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করেন ফেরদৌসী মজুমদার। অনুষ্ঠানের দুই অতিথি সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন ফেরদৌসী মজুমদারের হাতে। সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে ফেরদৌসী মজুমদার বলেন, পুরস্কার বা সম্মাননা পেতে সবারই ভাল লাগে। আমার ক্ষেত্রেও সেই একইরকম অনুভূতি হয়। তবে ঘন ঘন সম্মাননা পেলে তখন আর সেটাকে মূল্যবান মনে হয় না। তবুও সম্মাননা প্রাপ্তি আনন্দের। এ ধরনের অনুষ্ঠানে দর্শক-শ্রোতার উপস্থিতি দেখে মনটা আপ্লুত হয়ে যায়। কোন নাচ-গান নেই অথচ অনেক মানুষের উপস্থিতিÑএর মাধ্যমে দর্শকের ভালবাসা টের পাওয়া যায়। দর্শকের হৃদয় জয় করা এই অভিনেত্রী আরও বলেন, এছাড়া সংস্কৃতিমন্ত্রী যেখানে থাকেন সেখানে যেতে ভাল লাগে আমার। কারণ, আমার প্রতি রয়েছে তার অনেক ভালবাসা ও সম্মান। ওই ভালবাসা ও সম্মানের লোভ সংবরণ করতে পারি না। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, অনেক প্রতিবন্ধকতার মাঝেও নিরন্তর ভাল কাজ করে যাচ্ছে চট্টগ্রামের নাট্যদল তির্যক। একইসঙ্গে কঠিন ও বিচিত্র বিষয়ের প্রযোজনা মঞ্চে এনেছে দলটি। তাদের নাটকে রয়েছে পরীক্ষা-নিরীক্ষার। মঞ্চনাটকের সেই মানটা দারুণ আশাবাদী করে তোলে আমাদের। সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামে ডিসি হিলে সাংস্কৃতিক কোন অনুষ্ঠান করতে দেয়া হবে নাÑ এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সম্প্রতি। এটা সরকারের সংস্কৃতি-নীতির পরিপন্থী কাজ। ঐতিহ্যগতভাবে ডিসি হিলে সাংস্কৃতিক কর্মকা- হয়ে আসছে এবং তা হতে দেয়া উচিত। চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মুসলিম ইনস্টিটিউটের নক্সা অনুমোদন হয়ে গিয়েছে, শীঘ্রই প্রকল্পটি একনেকে উঠবে। আগামী ৩ মাসের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। নির্মাণকাজ সমাপ্ত হওয়ার পর এটি চট্টগ্রামের মধ্যে একটি দৃষ্টিনন্দন স্থাপনায় পরিণত হবে। এটি চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের মিলনস্থলে পরিণত হবে। আতাউর রহমান বলেন, ফেরদৌসী মজুমদারের মতো অভিনেত্রী শুধু বাংলাদেশ নয়, যে কোন দেশের জন্য গৌরব। অসাধারণ সব চরিত্র রূপায়ন করেছেন তিনি। তার অভিনীত সেসব চরিত্রগুলো মানুষের মনে গেঁথে আছে ও থাকবে। ম্যাকবেথ নাটকে তার সঙ্গে আমার অভিনয়ের সুযোগ হয়েছে। তির্যক নাট্যমেলার সমাপনী অনুষ্ঠানের আগে বিকেলে নাট্যশালা মিলনায়তনের বাইরের লবিতে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সেই মুক্তমঞ্চে পরিবেশিত হয়েছে চট্টগ্রামের লোকগান ও আবৃত্তি। সমাপনী আনুষ্ঠানিকতা শেষে ছিল নাট্য প্রদর্শনী। মঞ্চস্থ হয়েছে তির্যক নাট্যদলের নাটক ‘তরঙ্গভঙ্গ’। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজিত চক্রবর্তী, রমিজ আহমেদ, অমিত চক্রবর্তী, রিপন বড়ুয়া, মাহবুবুল ইসলাম রাজিব, মফিজুর রহমান, জুয়েল চাকমা, জয়া বড়ুয়া, প্রবাল বড়ুয়া, কিরীটি সাহা ও আহমেদ ইকবাল হায়দার। জাদুঘরে কোরিয়ান চলচ্চিত্র উৎসব ॥ সোমবার সকালে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ঢাকার কোরিয়ান দূতাবাসের আয়োজনে শুরু হলো কোরিয়ান চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তৃতা করেন ঢাকার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিওং দু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। আসাদুজ্জামান নূর বলেন, চলচ্চিত্র একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের স্মারক বলে বিবেচিত। চলচ্চিত্রের মাধ্যমে আমরা একটি দেশের সংস্কৃতি, জীবনধারা ও ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। আমাদের হয়ত পৃথিবীর সবদেশে ভ্রমণ করার সুযোগ হবে না। কিন্তু চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, নৃত্য ও চিত্রপ্রদর্শনীসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিনিময় আমাদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধিতে সহায়তা করে।
×