ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লার টানা চার জয়, শীর্ষেই থাকল ঢাকা

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ নভেম্বর ২০১৭

কুমিল্লার টানা চার জয়, শীর্ষেই থাকল ঢাকা

মিথুন আশরাফ ॥ ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ছিল অনেক। ক্রিস গেইল ধুন্ধুমার ব্যাটিং নৈপুণ্য দেখাবেন। ব্রেন্ডন ম্যাককালামও ব্যাটিং নৈপুণ্য দেখাবেন। কিন্তু দুইজনই হতাশ করলেন। তাতে রংপুর রাইডার্সও আবার হারল। টানা তিন ম্যাচ হারল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ১৪ রানে হারল। এই হারে রংপুর পয়েন্ট তালিকায় সবার নিচেই থাকল। আর কুমিল্লা দ্বিতীয় স্থানে উঠে গেল। টানা চার ম্যাচও জিতে নিল। এর আগে দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ৬৮ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। এই জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে ঢাকা। আগেও শীর্ষেই ছিল। তবে এবার এককভাবে শীর্ষস্থান দখল করেছে। ঢাকার সমান পয়েন্ট এখন কারোরই নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার দর্শকের ঢল লেগেছিল। কারণ, ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম খেলবেন। যে কোন একজন নৈপুণ্য দেখিয়ে দিলেইতো চরম বিনোদন মিলবে। কিন্তু ম্যাচটির শুরুতেই গেইল কিংবা ম্যাককালামের ব্যাটিং তা-বে সেই বিনোদন দেখার সৌভাগ্য কারোরই হলো না। রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দলের জয়ের কথাই চিন্তা করেছেন মাশরাফি। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু গেইল (১৭) ও ম্যাককালাম (১৩) পরে ব্যাট হাতে নিয়েও মন ভরাতে পারলেন না। কুমিল্øা আগে ব্যাট করার সুযোগ পেয়ে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৩ রান করে। ইমরুল কায়েসের ৪৭ ও মারলন স্যামুয়েলসের ৪১ রানে এই রান করে কুমিল্লা। মাশরাফি ও পেরেরা ২ উইকেট করে নেন। জবাব দিতে নেমে গেইল ও ম্যাককালাম যেই ব্যর্থ হন, পুরো দলই ব্যর্থতার বৃত্তেই আটকে থাকে। ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩৯ রান করে রংপুর। দলের পক্ষে রবি বোপারা সর্বোচ্চ অপরাজিত ৪৮ রান করেন। মেহেদী হাসান ও রশিদ খান ২ উইকেট করে নেন। গেইল-ম্যাককালাম যুক্ত হওয়ায় দারুণ শক্তিশালী হয়ে উঠেছে রংপুর। দলটি এখন যে কোন দলের চেয়েও বেশি শক্তিশালী। ঢাকাপর্বের প্রথমদিন একটি ম্যাচ খেলেছিল রংপুর। এরপর ছয়দিন বিরতিতে থাকে। যখন নেমেছে, তখন গেইল-ম্যাককালামকে সঙ্গী করেই নেমেছে। এমন ম্যাচে তামিম ইকবাল আবার কুমিল্লার নেতৃত্ব পেয়েছেন। এবার অধিনায়ক হয়ে প্রথম ম্যাচেই জয়ও তুলে নিলেন। এই ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ ছিল কুমিল্লার। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ঢাকার পরের অবস্থানটি হতো কুমিল্লার। হলোও তাই। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে কুমিল্লা। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা জিতেছে। এর আগে দিনের প্রথম ম্যাচে রাজশাহীকে সহজেই হারিয়েছে ঢাকা। আগে ব্যাট করে এভিন লুইসের ৬৪ ও কাইরন পোলার্ডের অপরাজিত ৫২ রানে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ২০১ রানের বিশাল স্কোর গড়ে ঢাকা। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ১৩৩ রান করতেই গুটিয়ে যায় রাজশাহী। দলের পক্ষে জাকির হাসান সর্বোচ্চ ৩৬ রান করেন। শহীদ আফ্রিদি ৪ উইকেট ও আবু হায়দার রনি ৩ উইকেট শিকার করেন। স্কোর ॥ রংপুর-কুমিল্লা ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস ১৫৩/৬; ২০ ওভার (ইমরুল ৪৭, স্যামুয়েলস ৪১, তামিম ২১; মাশরাফি ২/২২)। রংপুর রাইডার্স ইনিংস ১৩৯/৭; ২০ ওভার (বোপারা ৪৮*, মিঠুন ৩১, গেইল ১৭; মেহেদী ২/১৫, রশিদ ২/১৯)। ফল ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৪ রানে জিতল। ম্যাচসেরা ॥ মেহেদী হাসান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)। পয়েন্ট তালিকা দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট ঢাকা ৬ ৪ ১ ১ ৯ ২.২৯১ কুমিল্লা ৫ ৪ ১ ০ ৮ ০.৮৯১ খুলনা ৬ ৩ ২ ১ ৭ -০.১৩২ সিলেট ৭ ৩ ৩ ১ ৭ -০.৭২২ রাজশাহী ৬ ২ ৪ ০ ৪ -০.৮৭৯ চিটাগং ৬ ১ ৪ ১ ৩ -০.৬৩৮ রংপুর ৪ ১ ৩ ০ ২ -০.৫৭৪
×